হোম > জাতীয়

নারীর প্রতি সহিংসতা বন্ধের জন্য বড় আন্দোলন করতে হবে: শারমীন এস মুরশিদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ফাইল ছবি

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, যত বড় আন্দোলন দিয়ে আমরা ফ্যাসিজম দূর করেছি, ঠিক তত বড় আন্দোলন দিয়ে নারী নির্যাতন, ধর্ষণ, ছিনতাই, ডাকাতি বন্ধ করতে হবে। আজ বৃহস্পতিবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার কনফারেন্স রুমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংস্কৃতিক সেলের উদ্যোগে সাম্প্রতিক সময়ে বৃদ্ধি পাওয়া ধর্ষণ, ছিনতাই, ডাকাতিসহ নানা অপরাধ প্রতিরোধে ‘রাষ্ট্র ও নাগরিকদের করণীয়’ শীর্ষক জাতীয় কনভেনশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

কনভেনশনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংস্কৃতিক সেলের সম্পাদক সালাউদ্দিন জামিল সৌরভের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নীতি সানজানা, চ্যানেল ২৪-এর জ্যেষ্ঠ সাংবাদিক জান্নাতুল বিদা, ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক আব্দুল মুহাইমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা সংসদের সাধারণ সম্পাদক মো. শাহরিয়ার নাজিম সীমান্ত, বাংলাদেশ জাতীয় ছাত্রসমাজের আহ্বায়ক সাইফুল ইসলাম এবং দৈনিক সময়ের আলোর সাংবাদিক তাহমিদুল জেফ।

উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, ‘কতিপয় বাঙালি সত্যতা নিয়ে কাব্য করে, এমনই কাব্য করে, সত্যটি আর বোঝাই যায় না। কিন্তু তোমরা সেই জেনারেশন, তোমরা সরাসরি আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছ, গত ১৫ বছরের ফ্যাসিস্ট সরকারের নির্যাতন, অন্যায়, দুর্নীতি। এত সব অন্যায়ের বিরুদ্ধে তোমাদের ঐক্যবদ্ধ স্পিড ছিল বলেই নতুন বাংলাদেশের জন্ম হয়েছে।’

উপদেষ্টা বলেন, ‘৫ আগস্ট ছাত্র-জনতার অবিস্মরণীয় বিপ্লবের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ আমরা বিনির্মাণ করেছি, সেই অকুতোভয় বাংলাদেশকে ব্যর্থ এবং ভুল প্রমাণ করার জন্য একটি পক্ষ অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা করছে। এই অপচেষ্টাকে নস্যাৎ করা আমাদের সবার দায়িত্ব। গভীর উদ্বেগের সঙ্গে আমরা লক্ষ্য করছি, হঠাৎ করেই দেশজুড়ে ধর্ষণ, ছিনতাই, ডাকাতিসহ নানা ধরনের অপরাধের মাত্রা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। আমি বলব, এ অন্যায়ের মধ্যে তোমাদের কতিপয় জাতভাই এ কাজগুলো করছে।’

উপদেষ্টা শারমীন এস মুরশিদ আরও বলেন, ‘এসব বন্ধে তোমাদের ভূমিকা পালন করতে হবে, সারা দেশের এলাকায় এলাকায় তরুণ সমাজকে সঙ্গে নিয়ে সংগঠিত হয়ে যদি একটা জায়গায় দাঁড়াতে পারো, তাহলে আমি আশা করি ভবিষ্যতে বাংলাদেশ থেকে সন্ত্রাস, চাঁদাবাজ, ধর্ষণ, ছিনতাইকারী নির্মূল হবে। যেভাবে তোমাদের আন্দোলনে ফ্যাসিজম দূর হয়েছে।’

তফসিলের পর চার আসনের সীমানা পরিবর্তন করে ইসির গেজেট

বোরো ধানের মৌসুম: সেচ মৌসুমে জ্বালানিতে টান

রাজবাড়ীতে গণপিটুনিতে অমৃত মন্ডল নিহতের ঘটনা সাম্প্রদায়িক হামলা নয়: প্রেস উইং

তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেস সচিব

বড়দিনে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করলেন রাষ্ট্রপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবীর দোষ স্বীকার

বিমানবন্দর-৩০০ ফুট-গুলশানসহ গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন

আজ শুভ বড়দিন

পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী