হোম > জাতীয়

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে শঙ্কিত নয় সরকার: পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে সরকার আতঙ্কিত নয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। আজ মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত এক গবেষণা সম্মেলনের পর আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাসের নিরাপত্তা নিয়ে সংশয়ের প্রেক্ষাপটে দেশটির সঙ্গে সম্পর্কের টানাপোড়েন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন।

আমেরিকা যাদের ওপর চাপ দিতে চায়, তাদের ওপর নিষেধাজ্ঞা দিয়ে থাকে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমাদের আশঙ্কার কোনো কারণ নেই। আমেরিকা যাদের ওপর চাপ প্রয়োগ করতে চায়, তাদের ওপর নিষেধাজ্ঞা দেয়। মনে আছে নরেন্দ্র মোদির ওপর তারা নিষেধাজ্ঞা দিয়েছিল। আমেরিকা হাজার হাজার নিষেধাজ্ঞা দেয়। বড় লোকেরা হাজার হাজার নিষেধাজ্ঞা দেয়। এগুলো একদিকে আসে। আরেকদিকে চলে যায়। তাই নিষেধাজ্ঞা নিয়ে আমরা মোটেই আতঙ্কিত নই।’

আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ‘খুব ভালো’ বলে অভিহিত করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সম্পর্ক ভালো বলেই তারা বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে। এটি ভালো।’

যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের জারি করা ভ্রমণ সতর্কতা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভ্রমণ সতর্কতা দেওয়া হয় দায়দায়িত্ব এড়ানোর জন্য। সতর্কতা জারির পর যদি তাদের লোক এখানে আসে এবং আহত হয়, তাহলে দূতাবাসের দায়িত্ব নিতে হয় না। এটি ভুল নয়। 

অনুষ্ঠানে বক্তারা দেশীয় পণ্যের আঞ্চলিক ও বৈশ্বিক রপ্তানি বাজার বহুমুখী করতে বাংলাদেশের বৈদেশিক মিশনের ভূমিকার ওপর জোর দেন। 

বিআইআইএসএস চেয়ারম্যান কাজী ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিষ্ঠানের মহাপরিচালক মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ, সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. আব্দুল মুবীন, বিআইআইএসএস গবেষণা পরিচালক ড. মাহফুজ কবীর এবং গবেষক ড. সুফিয়া খানম, ড. রাজিয়া সুলতানা, মৌটুসি ইসলাম, নাহিয়ান সাজিদ খান, এম আশিক রহমান, নাহিয়ান রেজা সাব্রিয়েট, আয়শা বিনতে তৌহিদ ও মো. রাফিদ আবরার মিয়া প্রমুখ।

৮১ আসনে বিএনপির একাধিক নেতা প্রার্থী

দুই মাসের চুক্তিতে স্বাস্থ্যের ডিজি ও সচিব নিয়োগ

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ২৫৮২ জন

৪৪ কোটি টাকা আত্মসাৎ: পি কে হালদারসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট

হাদি হত্যা মামলার তদন্ত-বিচারকাজে আইনি পরামর্শক হলেন সমাজী

এখন র‍্যাপিড পাস রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

রেলপথ, ইঞ্জিনসহ সম্পদের ক্ষতিসাধন থেকে বিরত থাকার আহ্বান

৪ আইন কর্মকর্তার নিয়োগ বাতিল

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়ছে না: ইসি সচিব

পোস্টাল ভোটের নিবন্ধন সাড়ে ৯ লাখ ছাড়াল