হোম > জাতীয়

একদিনে ১৮৯ ডেঙ্গু রোগী ভর্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৈশ্বিক মহামারি করোনার প্রভাব কমে আসলেও ডেঙ্গুর প্রকোপ কমছে না। সপ্তাহের শুক্রবার সরকারি বন্ধ থাকায় ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা একটু কম থাকলেও অন্যান্য দিন আবার বেড়ে যায়। 
 
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পাঠানো প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার সকাল আটটা থেকে গতকাল শুক্রবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট রোগী ভর্তি হয়েছে ১৮৯ জন এদের মধ্যে ঢাকায় ১৬৪ জন এবং বাইরের ২৫ জন। 
 
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরের ১ জানুয়ারি থেকে শুক্রবার ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট রোগী ভর্তি হয়েছে ১৬ হাজার ৮৯৪ জন এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ হাজার ৭৮৭ জন। এ বছর মৃত্যু হয়েছে ৫৯ জনের। 
 
চলতি মাসের ২৪ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি হয়েছে ৬ হাজার ৫৩৮ জন। বর্তমানে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে ১ হাজার ৪৮ জন এবং ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৮২৭ জন। বাইরে ভর্তি আছে ২২১ জন। 
 
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোগী ভর্তি হয়েছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ২৯ জন, মুগদা জেনারেল হাসপাতালে সাতজন, সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ ৪২ জন। এরা সবাই সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান চিকিৎসা নিচ্ছেন অন্যরা বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 
 
চলতি বছর ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় সরকার ছয়টি ডেডিকেটেড হাসপাতাল প্রস্তুত করে। শেষ পর্যন্ত কামরাঙ্গীরচর ৩১ শয্যা হাসপাতালটি রোগী ভর্তি শুরু হয়েছে। 

৪ আইন কর্মকর্তার নিয়োগ বাতিল

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়ছে না: ইসি সচিব

পোস্টাল ভোটের নিবন্ধন সাড়ে ৯ লাখ ছাড়াল

যত বড় অপরাধীই হোক, পিটিয়ে মারা গ্রহণযোগ্য নয়: ধর্ম উপদেষ্টা

প্রতিদিনই বিদেশি অস্ত্র উদ্ধার করা হচ্ছে, নির্বাচন নিয়ে শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

কুয়াশায় গাড়ি চালানো নিরাপদ করতে বিআরটিএর নির্দেশনা

‎সীমান্ত দিয়ে সন্ত্রাসীরা যেন পালাতে না পারে, সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

সাবসিডিয়ারি কোম্পানি গঠন করতে চায় বিআইডব্লিউটিসি

গণভোটের প্রচার: পরিবর্তনের চাবি আপনারই হাতে

আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, গতকাল পর্যন্ত নিয়েছেন ৩১৪৪ জন