বৈশ্বিক মহামারি করোনার প্রভাব কমে আসলেও ডেঙ্গুর প্রকোপ কমছে না। সপ্তাহের শুক্রবার সরকারি বন্ধ থাকায় ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা একটু কম থাকলেও অন্যান্য দিন আবার বেড়ে যায়।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পাঠানো প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার সকাল আটটা থেকে গতকাল শুক্রবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট রোগী ভর্তি হয়েছে ১৮৯ জন এদের মধ্যে ঢাকায় ১৬৪ জন এবং বাইরের ২৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরের ১ জানুয়ারি থেকে শুক্রবার ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট রোগী ভর্তি হয়েছে ১৬ হাজার ৮৯৪ জন এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ হাজার ৭৮৭ জন। এ বছর মৃত্যু হয়েছে ৫৯ জনের।
চলতি মাসের ২৪ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি হয়েছে ৬ হাজার ৫৩৮ জন। বর্তমানে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে ১ হাজার ৪৮ জন এবং ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৮২৭ জন। বাইরে ভর্তি আছে ২২১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোগী ভর্তি হয়েছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ২৯ জন, মুগদা জেনারেল হাসপাতালে সাতজন, সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ ৪২ জন। এরা সবাই সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান চিকিৎসা নিচ্ছেন অন্যরা বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
চলতি বছর ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় সরকার ছয়টি ডেডিকেটেড হাসপাতাল প্রস্তুত করে। শেষ পর্যন্ত কামরাঙ্গীরচর ৩১ শয্যা হাসপাতালটি রোগী ভর্তি শুরু হয়েছে।