হোম > জাতীয়

সর্বোচ্চ শনাক্তের দিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১১৫ জনের মৃত্যু হয়েছে। যা একদিনে এখনও দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। এ ছাড়া একই সময় করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৮ হাজার ৮২২ জন। যা একদিনে এখনও পর্যন্ত সর্বোচ্চ শনাক্ত।

এ নিয়ে দেশে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৪ হাজার ৫০৩, আর আক্রান্ত শনাক্ত দাঁড়াল ৯ লাখ ১৩ হাজার ২৫৮ জন।

আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে গতকাল মঙ্গলবার গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১১২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া একই সময় করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৭ হাজার ৬৬৬ জন। আর রোববার ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১১৯ জনের মৃত্যু হয়েছে। গত বছরের শুরুর দিকে করোনা সংক্রমণ শনাক্তের পর দেশে একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যু। আর দ্বিতীয় সর্বোচ্চ ১১২ জনের মৃত্যুর তথ্য জানানো হয় গত ১৯ এপ্রিল।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আরটি–পিসিআর, জিন এক্সপার্ট এবং র‍্যাপিড অ্যান্টিজেন মিলিয়ে ৫৬৫টি সক্রিয় ল্যাবে ৩৭ হাজার ৮৬টি নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনাভাইরাস পজিটিভ আসে ৮ হাজার ৮২২টি নমুনার ফল। সে হিসাবে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার ২৫ দশমিক ১৩ শতাংশ, গতকাল যা ছিল ২৩ দশমিক ৯৭ শতাংশ।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৪ হাজার ৫৫০ জন রোগী। এ নিয়ে এখন পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন ৮ লাখ ১৬ হাজার ২৫০ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম কোভিড আক্রান্ত শনাক্তের পর দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে নভেল করোনাভাইরাস। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্তের খবর জানানো হয় গত বছরের ৮ মার্চ। স্বাস্থ্য অধিদপ্তর প্রথম মৃত্যুর খবর জানায় ১৮ মার্চ।

খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করতে মানুষের ঢল

খালেদা জিয়াকে চিরবিদায় জানাতে আসবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা

খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার

প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: আসিফ নজরুল

খালেদা জিয়ার জানাজা-দাফনে মোতায়েন থাকবেন ১০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াবের শোক

আবারও বাড়ল পোস্টাল ভোটের নিবন্ধনের সময়

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন