হোম > জাতীয়

পদ্মা সেতুর অর্থায়ন বন্ধে ষড়যন্ত্রকারীদের খুঁজতে কমিশন গঠনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পদ্মা সেতু নির্মাণের চুক্তি নিয়ে দুর্নীতির মিথ্যা গল্প সৃষ্টি করে অর্থায়ন বন্ধে ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে কমিশন গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত রুল শুনানি করে আজ মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ এই আদেশ দেন। 

আগামী ৩০ দিনের মধ্যে কমিশন গঠন এবং ৬০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। 

মন্ত্রিপরিষদ, স্বরাষ্ট্র, আইন ও যোগাযোগসচিব, সেতু কর্তৃপক্ষে, আইজিপি এবং দুদকের চেয়ারম্যানকে ওই কমিশন গঠন করতে বলা হয়েছে। 

রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। আর দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। এ ছাড়া সেতু কর্তৃপক্ষের পক্ষে ছিলেন আব্দুন নুর দুলাল।

এর আগে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে স্বপ্রণোদিত হয়ে ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি রুল জারি করেন হাইকোর্ট। পদ্মা সেতু নির্মাণের চুক্তি নিয়ে দুর্নীতির মিথ্যা গল্প সৃষ্টি করে অর্থায়ন বন্ধে ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে কমিশন গঠনে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয় রুলে।

বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির বৈঠক

বদলে যাচ্ছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম, স্বাস্থ্যতে একত্রীকরণ

আন্দোলনের সময় রামপুরায় ২৫ মার্চের মতো হত্যাযজ্ঞ চালানো হয়: চিফ প্রসিকিউটর

লুট হওয়া অস্ত্র নির্বাচনের আগে উদ্ধারের তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা: প্রেস সচিব

সাবেক গভর্নর ড. আতিউরসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চানখাঁরপুলে ৬ হত্যা মামলার রায় আজ হচ্ছে না, নতুন তারিখ ২৬ জানুয়ারি

মানবতাবিরোধী অপরাধ: চানখাঁরপুলে ৬ শিক্ষার্থী হত্যা মামলার রায় আজ

৫৯ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

সংসদ ও গণভোটকে সামনে রেখে ইসির নতুন কর্মপরিকল্পনা

নারায়ণগঞ্জে হত্যাকাণ্ডের মামলায় শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল