হোম > জাতীয়

পদ্মা সেতুর অর্থায়ন বন্ধে ষড়যন্ত্রকারীদের খুঁজতে কমিশন গঠনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পদ্মা সেতু নির্মাণের চুক্তি নিয়ে দুর্নীতির মিথ্যা গল্প সৃষ্টি করে অর্থায়ন বন্ধে ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে কমিশন গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত রুল শুনানি করে আজ মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ এই আদেশ দেন। 

আগামী ৩০ দিনের মধ্যে কমিশন গঠন এবং ৬০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। 

মন্ত্রিপরিষদ, স্বরাষ্ট্র, আইন ও যোগাযোগসচিব, সেতু কর্তৃপক্ষে, আইজিপি এবং দুদকের চেয়ারম্যানকে ওই কমিশন গঠন করতে বলা হয়েছে। 

রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। আর দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। এ ছাড়া সেতু কর্তৃপক্ষের পক্ষে ছিলেন আব্দুন নুর দুলাল।

এর আগে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে স্বপ্রণোদিত হয়ে ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি রুল জারি করেন হাইকোর্ট। পদ্মা সেতু নির্মাণের চুক্তি নিয়ে দুর্নীতির মিথ্যা গল্প সৃষ্টি করে অর্থায়ন বন্ধে ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে কমিশন গঠনে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয় রুলে।

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

নিখোঁজ শিশু উদ্ধারে ‘মুন অ্যালার্ট’ ও হেল্পলাইন চালু

প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনা-টিউলিপের রায় ২ ফেব্রুয়ারি

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

সীমান্তে গুলিতে শিশু আহত: মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করল পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে শরিয়াহভিত্তিক ঋণ পাবেন প্রবাসীরা

নির্বাচনী দায়িত্ব: ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব