হোম > জাতীয়

ইসিকে ভোটারদের আস্থা ফেরানোর পরামর্শ ইইউর

আজকের পত্রিকা ডেস্ক­

নির্বাচন কমিশনকে (ইসি) ভোটারদের আস্থা ফেরানোর পরামর্শ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আজ বৃহস্পতিবার সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সফররত ইইউ গণতন্ত্র বিশেষজ্ঞ মাইকেল লিডর সিইসির সঙ্গে সাক্ষাৎ করে এ পরামর্শ দেন।

বৈঠক শেষে এ বিষয়ে গণমাধ্যমে কথা বলেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ‘ভোটারদের ভেতরে আস্থা ফেরানোর বিষয়টি জানিয়েছেন তাঁরা (ইইউ প্রতিনিধি)। বিশেষ করে সচেতনতা, যোগাযোগ সিস্টেমকে আরও মজবুত করার বিষয়ে জোর দিয়েছেন।’

আখতার হোসেন বলেন, ‘তারা (ইইউ প্রতিনিধি) দুই সপ্তাহ ধরে দেশে বিভিন্ন অংশীজনের সঙ্গে কথা বলেছেন। তাঁরা তাদের মতবিনিময়ের ফিডব্যাক দিতে এসেছেন। সব লেভেলে একটাই কথা- সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের কমিটমেন্ট রয়েছে সব ক্ষেত্রে। প্রবাসী বাংলাদেশিদের কীভাবে ভোটাধিকারের ব্যবস্থাপনার মধ্যে আনতে পারি, সে বিষয়ে পরামর্শ বা মডেল থাকলে শেয়ার করতে বলেছি।’

প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকারের ব্যবস্থাপনার মধ্যে আনা ‘জটিল প্রক্রিয়া’ হলেও তাঁরা বিবেচনা করার আশ্বাস দিয়েছেন বলেও জানিয়েছেন সচিব।

এ দিকে ইইউ প্রতিনিধি মাইকেল লিডর বলেন, ‘আমরা ২ সপ্তাহের জন্য এখানে আছি। বাংলাদেশের নির্বাচন নিয়ে বিভিন্ন অংশীজনদের সঙ্গে আমরা কথা বলছি। এখন পর্যন্ত আমরা যাদের সঙ্গে কথা বলেছি, তাতে বুঝেছি বাংলাদেশের মানুষ সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ নির্বাচন চায়।’

আগামী সপ্তাহে সফররত ইইউ প্রতিনিধিরা সার্বিক মতামত নিয়ে দেশ ছাড়ার কথা রয়েছে।

ফায়ার সার্ভিসে ৬২ হাজার স্বেচ্ছাসেবক তৈরি করবে সরকার, বাড়বে সুযোগ-সুবিধা

শেখ হাসিনাকে ফেরতের ব্যাপারে এখনো ইতিবাচক সাড়া দেয়নি ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

মধ্যরাতে প্রাথমিকের শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, রোববার থেকে বার্ষিক পরীক্ষা

ব্যালটের নিরাপত্তাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এসপিরা

বিএনপির আপত্তি তোলা দুই অধ্যাদেশে উপদেষ্টা পরিষদের অনুমোদন

জিয়া পরিবারের আর কেউ ভিভিআইপি সুবিধা পাবে না: রিজওয়ানা হাসান

পোস্টাল ভোট গণনায় সংশোধনী ও পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন

সেনাপ্রধানের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আগামী নির্বাচনে দায়িত্ব পালন হবে ঐতিহাসিক—নতুন এসপিদের প্রধান উপদেষ্টা

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, জানাল কাতার সরকার