হোম > জাতীয়

ইসিকে ভোটারদের আস্থা ফেরানোর পরামর্শ ইইউর

আজকের পত্রিকা ডেস্ক­

নির্বাচন কমিশনকে (ইসি) ভোটারদের আস্থা ফেরানোর পরামর্শ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আজ বৃহস্পতিবার সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সফররত ইইউ গণতন্ত্র বিশেষজ্ঞ মাইকেল লিডর সিইসির সঙ্গে সাক্ষাৎ করে এ পরামর্শ দেন।

বৈঠক শেষে এ বিষয়ে গণমাধ্যমে কথা বলেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ‘ভোটারদের ভেতরে আস্থা ফেরানোর বিষয়টি জানিয়েছেন তাঁরা (ইইউ প্রতিনিধি)। বিশেষ করে সচেতনতা, যোগাযোগ সিস্টেমকে আরও মজবুত করার বিষয়ে জোর দিয়েছেন।’

আখতার হোসেন বলেন, ‘তারা (ইইউ প্রতিনিধি) দুই সপ্তাহ ধরে দেশে বিভিন্ন অংশীজনের সঙ্গে কথা বলেছেন। তাঁরা তাদের মতবিনিময়ের ফিডব্যাক দিতে এসেছেন। সব লেভেলে একটাই কথা- সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের কমিটমেন্ট রয়েছে সব ক্ষেত্রে। প্রবাসী বাংলাদেশিদের কীভাবে ভোটাধিকারের ব্যবস্থাপনার মধ্যে আনতে পারি, সে বিষয়ে পরামর্শ বা মডেল থাকলে শেয়ার করতে বলেছি।’

প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকারের ব্যবস্থাপনার মধ্যে আনা ‘জটিল প্রক্রিয়া’ হলেও তাঁরা বিবেচনা করার আশ্বাস দিয়েছেন বলেও জানিয়েছেন সচিব।

এ দিকে ইইউ প্রতিনিধি মাইকেল লিডর বলেন, ‘আমরা ২ সপ্তাহের জন্য এখানে আছি। বাংলাদেশের নির্বাচন নিয়ে বিভিন্ন অংশীজনদের সঙ্গে আমরা কথা বলছি। এখন পর্যন্ত আমরা যাদের সঙ্গে কথা বলেছি, তাতে বুঝেছি বাংলাদেশের মানুষ সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ নির্বাচন চায়।’

আগামী সপ্তাহে সফররত ইইউ প্রতিনিধিরা সার্বিক মতামত নিয়ে দেশ ছাড়ার কথা রয়েছে।

রামগড়ে পাহাড় কাটা বরদাশত করা হবে না, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ নৌপরিবহন উপদেষ্টার

নির্বাচন ঘিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ‘অন-অ্যারাইভাল ভিসা’ বন্ধ: পররাষ্ট্র উপদেষ্টা

৪৩৪ কোটি টাকা আত্মসাৎ: পি কে হালদারসহ ৩৫ জনের বিরুদ্ধে ১২ মামলা

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ

‎বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আচরণবিধি লঙ্ঘন, মামুনুল হককে শোকজ

দুদকের জিজ্ঞাসাবাদের মুখে সংস্থার সাবেক কমিশনার জহুরুল

১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে: মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা

বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সম্ভাবনা তৈরি হয়েছে: ড্যান মজিনা

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স