হোম > জাতীয়

পেঁয়াজের আয়ুষ্কাল কম, না হলে বাজার ভাসিয়ে দেওয়া যেত: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পেঁয়াজের আয়ুষ্কাল কম, না হলে বাজার ভাসিয়ে দেওয়া যেত বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। আজ রোববার দুপুরে সচিবালয়ে মন্ত্রী এক সংবাদ সম্মেলনে বলেন, ‘পেঁয়াজ আলুর মতো না। যদি আয়ুষ্কাল বাড়ানো যেত, তাহলে আমাদের যে উৎপাদন হচ্ছে, তাতে পেঁয়াজ দিয়ে বাজার ভাসিয়ে দেওয়া যেত।’ 

পেঁয়াজের কেজি ৮০ টাকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, ‘বাজার আরও কয়েক দিন পর্যবেক্ষণ করা হবে। এর মধ্যে দাম কমে না এলে আমদানিতে অনুমোদন দেওয়া হবে। তখন দাম অনেকটাই কমে আসবে।’

বাজার পরিস্থিতি বোঝার চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে মন্ত্রী জানান, ‘বাজারে কী হচ্ছে, তা দেখছি। ৮০ টাকা কেজি কোনোক্রমেই গ্রহণযোগ্য না। সেই তুলনায় ভারতে দাম অনেক কম। সেখান থেকে পেঁয়াজ আমদানি করে বাজারকে ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসতে পারি।’

কৃষিমন্ত্রী আরও বলেন, ‘গত বছর পেঁয়াজের উৎপাদন ভালো হয়েছিল। মজুতও ভালো ছিল। পরে অনেক পেঁয়াজ পচে গেছে। অনেক আড়তদার দাম বাড়ার আশায় পেঁয়াজ মজুত রেখে দিয়েছিলেন। পরে তা নষ্ট হয়ে গেছে। কিন্তু চলতি বছর দেশে পেঁয়াজ আবাদ কম হয়েছে। গত বছর পচে যাওয়া ও দাম কমে যাওয়ার কারণে এবার পেঁয়াজ আবাদ কম হয়েছে।’

সরকারি কর্মচারীদের বেতন বাড়বে ১০৫ থেকে ১৪২%

প্রতীক নিয়ে মাঠে প্রার্থীরা, জমবে এবার কথার লড়াই

গুম থাকার সময়ের লোমহর্ষক বর্ণনা দিলেন ব্যারিস্টার আরমান

মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও কোটায় বিসিএস, ২১ জনের বিরুদ্ধে দুদকের মামলা

জয় বাংলা ব্রিগেড: হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আরও শুনানি ৯ ফেব্রুয়ারি

সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজারের বেশি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ছে দ্বিগুণ থেকে আড়াই গুণ, সর্বনিম্ন ২০ হাজার টাকা

নির্বাচন সামনে রেখে আজ থেকে পরীক্ষা শুরু, ১২ ফেব্রুয়ারি ফাইনাল: প্রধান উপদেষ্টা

মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী আবুল কালাম আজাদকে আপিলের নথি সরবরাহের নির্দেশ ট্রাইব্যুনালের

ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাট কিনতে কোটি টাকা, জীবিকা নির্বাহে আরও ১ কোটি দেবে সরকার