হোম > জাতীয়

পেঁয়াজের আয়ুষ্কাল কম, না হলে বাজার ভাসিয়ে দেওয়া যেত: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পেঁয়াজের আয়ুষ্কাল কম, না হলে বাজার ভাসিয়ে দেওয়া যেত বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। আজ রোববার দুপুরে সচিবালয়ে মন্ত্রী এক সংবাদ সম্মেলনে বলেন, ‘পেঁয়াজ আলুর মতো না। যদি আয়ুষ্কাল বাড়ানো যেত, তাহলে আমাদের যে উৎপাদন হচ্ছে, তাতে পেঁয়াজ দিয়ে বাজার ভাসিয়ে দেওয়া যেত।’ 

পেঁয়াজের কেজি ৮০ টাকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, ‘বাজার আরও কয়েক দিন পর্যবেক্ষণ করা হবে। এর মধ্যে দাম কমে না এলে আমদানিতে অনুমোদন দেওয়া হবে। তখন দাম অনেকটাই কমে আসবে।’

বাজার পরিস্থিতি বোঝার চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে মন্ত্রী জানান, ‘বাজারে কী হচ্ছে, তা দেখছি। ৮০ টাকা কেজি কোনোক্রমেই গ্রহণযোগ্য না। সেই তুলনায় ভারতে দাম অনেক কম। সেখান থেকে পেঁয়াজ আমদানি করে বাজারকে ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসতে পারি।’

কৃষিমন্ত্রী আরও বলেন, ‘গত বছর পেঁয়াজের উৎপাদন ভালো হয়েছিল। মজুতও ভালো ছিল। পরে অনেক পেঁয়াজ পচে গেছে। অনেক আড়তদার দাম বাড়ার আশায় পেঁয়াজ মজুত রেখে দিয়েছিলেন। পরে তা নষ্ট হয়ে গেছে। কিন্তু চলতি বছর দেশে পেঁয়াজ আবাদ কম হয়েছে। গত বছর পচে যাওয়া ও দাম কমে যাওয়ার কারণে এবার পেঁয়াজ আবাদ কম হয়েছে।’

আইনের শাসন ও গণতন্ত্রের যাত্রা যাতে অটুট থাকে: প্রধান বিচারপতি

দুই উপদেষ্টার ছেড়ে যাওয়া তিন মন্ত্রণালয়ের দায়িত্বে আসিফ নজরুল, রিজওয়ানা, আদিলুর

জোটের ভোটে দলীয় প্রতীক বহাল—রুল নিষ্পত্তি করে হাইকোর্টের রায়

তফসিল ঘোষণার পর বেআইনি সভা সমাবেশ কঠোর হস্তে দমন: প্রেস সচিব

মনোনয়ন জমার শেষ দিন ২৯ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি

ভিসা অব্যাহতি চুক্তি করল বাংলাদেশ-মঙ্গোলিয়া

নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি

ফেলানীর নামে নামকরণ হচ্ছে গুলশান ২ থেকে প্রগতি সরণি সড়কের: আসিফ মাহমুদ

বিদায়ী দুই উপদেষ্টার সম্মানে প্রধান উপদেষ্টার ভোজ

বিয়ে ও তালাকের তথ্য ডিজিটালি নিবন্ধনের নির্দেশ