হোম > জাতীয়

পেঁয়াজের আয়ুষ্কাল কম, না হলে বাজার ভাসিয়ে দেওয়া যেত: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পেঁয়াজের আয়ুষ্কাল কম, না হলে বাজার ভাসিয়ে দেওয়া যেত বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। আজ রোববার দুপুরে সচিবালয়ে মন্ত্রী এক সংবাদ সম্মেলনে বলেন, ‘পেঁয়াজ আলুর মতো না। যদি আয়ুষ্কাল বাড়ানো যেত, তাহলে আমাদের যে উৎপাদন হচ্ছে, তাতে পেঁয়াজ দিয়ে বাজার ভাসিয়ে দেওয়া যেত।’ 

পেঁয়াজের কেজি ৮০ টাকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, ‘বাজার আরও কয়েক দিন পর্যবেক্ষণ করা হবে। এর মধ্যে দাম কমে না এলে আমদানিতে অনুমোদন দেওয়া হবে। তখন দাম অনেকটাই কমে আসবে।’

বাজার পরিস্থিতি বোঝার চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে মন্ত্রী জানান, ‘বাজারে কী হচ্ছে, তা দেখছি। ৮০ টাকা কেজি কোনোক্রমেই গ্রহণযোগ্য না। সেই তুলনায় ভারতে দাম অনেক কম। সেখান থেকে পেঁয়াজ আমদানি করে বাজারকে ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসতে পারি।’

কৃষিমন্ত্রী আরও বলেন, ‘গত বছর পেঁয়াজের উৎপাদন ভালো হয়েছিল। মজুতও ভালো ছিল। পরে অনেক পেঁয়াজ পচে গেছে। অনেক আড়তদার দাম বাড়ার আশায় পেঁয়াজ মজুত রেখে দিয়েছিলেন। পরে তা নষ্ট হয়ে গেছে। কিন্তু চলতি বছর দেশে পেঁয়াজ আবাদ কম হয়েছে। গত বছর পচে যাওয়া ও দাম কমে যাওয়ার কারণে এবার পেঁয়াজ আবাদ কম হয়েছে।’

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

ইউনূস-টুর্ক ফোনালাপ: নির্বাচনে ভুয়া তথ্য ঠেকাতে সহায়তার আশ্বাস

জামায়াত আমিরের নিরাপত্তায় অস্ত্রধারী দেহরক্ষী, বাসভবনে পুলিশ

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১০০৮ শিশুর: রোড সেফটি ফাউন্ডেশন

উত্তরায় গ্যাস সরবরাহ বন্ধ, কারণ জানাল তিতাস

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন

৭টি দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩২৮টি অ্যাপার্টমেন্ট-বাড়ি-দোকান, কোন দেশে কত

বিজয় দিবসে প্যারাস্যুট জাম্প: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নতুন অর্জন

বিদেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৮২৪ কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ

নিকাব নিয়ে ‎বিএনপি নেতা মোশাররফের বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রী সংস্থার মানববন্ধন