হোম > জাতীয়

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন আগামী বছরের শেষে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী বছরের সেপ্টেম্বর-অক্টোবরে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে আজ সোমবার তিনি এ কথা জানান। 

প্রতিমন্ত্রী বলেন, ‘তৃতীয় টার্মিনালের কাজের অনেক অগ্রগতি হয়েছে। এখন পর্যন্ত অগ্রগতি হয়েছে ৩৪ শতাংশ কাজ। প্রত্যাশিত কাজের চেয়ে ১ দশমিক ৯ শতাংশ কাজ বেশি হয়েছে। আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে পারব। ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে তৃতীয় টার্মিনালের কার্যক্রম। আগামী বছর সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে আমরা উদ্বোধন করতে পারব। এটা দেশের মধ্যে একটি যুগান্তকারী প্রকল্প। টার্মিনালের কাজ শেষ হলে আমরা চাইব বিশ্বমানের যাত্রীসেবা নিশ্চিত করতে। অবকাঠামোর সীমাবদ্ধতার কারণে এখন হয়তো ভালো মানের যাত্রীসেবা নিশ্চিত করা সম্ভব হয় না।’

করোনা মহামারির সময়ও টার্মিনালের কার্যক্রম বন্ধ ছিল না জানিয়ে মাহবুব আলী বলেন, ‘করোনার কারণে সারা বিশ্বে প্রতিটি জায়গায়, প্রতিটি কাজে প্রতিবন্ধকতা ছিল। পৃথিবীর সমস্ত কাজ বন্ধ ছিল। তবে আমরা গর্ব করে বলতে পারি, তৃতীয় টার্মিনালের কাজ একদিনের জন্যও বন্ধ হতে দিই নাই। আমরা আমাদের বিমানবন্দরকে এমন ভাবে সাজাব, যাতে যেকোনো পর্যটক বা বিদেশি অতিথি দেশে আসলে অনুধাবন করতে পারে বাংলাদেশের অগ্রগতির চিত্র।’

এ সময় আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, চিফ ইঞ্জিনিয়ার আব্দুল মালেক প্রমুখ। 

সরকারি কর্মচারীদের বেতন বাড়বে ১০৫ থেকে ১৪২%

প্রতীক নিয়ে মাঠে প্রার্থীরা, জমবে এবার কথার লড়াই

গুম থাকার সময়ের লোমহর্ষক বর্ণনা দিলেন ব্যারিস্টার আরমান

মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও কোটায় বিসিএস, ২১ জনের বিরুদ্ধে দুদকের মামলা

জয় বাংলা ব্রিগেড: হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আরও শুনানি ৯ ফেব্রুয়ারি

সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজারের বেশি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ছে দ্বিগুণ থেকে আড়াই গুণ, সর্বনিম্ন ২০ হাজার টাকা

নির্বাচন সামনে রেখে আজ থেকে পরীক্ষা শুরু, ১২ ফেব্রুয়ারি ফাইনাল: প্রধান উপদেষ্টা

মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী আবুল কালাম আজাদকে আপিলের নথি সরবরাহের নির্দেশ ট্রাইব্যুনালের

ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাট কিনতে কোটি টাকা, জীবিকা নির্বাহে আরও ১ কোটি দেবে সরকার