বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত ফল চলতি মাসে প্রকাশ করা হতে পারে। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
আজ বুধবার আজকের পত্রিকাকে এ তথ্য জানান এনটিআরসিএ সচিব ওবায়দুর রহমান। তিনি বলেন, ‘আশা করছি চলতি মাসেই পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত ফল প্রকাশ করা সম্ভব হবে। তবে এর আগে মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হবে।’
গত ১২ জুন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনকারী ২২ হাজারের কিছু বেশি প্রার্থীকে প্রাথমিকভাবে সুপারিশ করে এনটিআরসিএ।
এর আগে ৩১ মার্চ পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। বিজ্ঞপ্তি অনুযায়ী, শূন্য পদ ছিল ৯৬ হাজার ৭৩৬টি। এতে আবেদন পড়ে মাত্র ২৩ হাজার ৭৩২টি।