হোম > জাতীয়

বিশেষজ্ঞ চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুই দফা দাবিতে কর্মবিরতি ঘোষণা করেছিলেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান ন্যায্য প্রমোশনসহ সব বৈষম্য নিরসনের আশ্বাস দেওয়ায় ঘোষিত কর্মবিরতি কর্মসূচি স্থগিত করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।

বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের সদস্যসচিব ডা. মোহাম্মদ আল আমিন এক বিবৃতিতে এ তথ্য জানান তিনি।

বিবৃতিতে বলা হয়, ন্যায্য প্রমোশন ও সব ধরনের বৈষম্য নিরসনের দাবিতে ৮, ৯ ও ১০ মার্চ সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত দেশব্যাপী সরকারি হাসপাতালে কর্মরত বিশেষজ্ঞ চিকিৎসকেরা কর্মবিরতির আজ প্রথম দিন। কর্মসূচির অংশ হিসেবে প্রতিদিন সকাল ১০টায় হাসপাতালের সামনে ব্যানার হাতে মৌন প্রতিবাদ অনুষ্ঠিত হয়।

আজ শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান গণমাধ্যমের সামনে ঘোষণা দেন যে, আগামী ১২ সপ্তাহের মধ্যে ৭ হাজার ৫০০ বিশেষজ্ঞ চিকিৎসকের জন্য সহকারী, সহযোগী ও অধ্যাপক পদে সুপারনিউমারারি পদ সৃষ্টির মাধ্যমে প্রমোশনের ব্যবস্থা করা হবে।

তিনি জানান, আগামী ৫/৬ সপ্তাহের মধ্যে প্রথম ফাইলের প্রমোশনের কাজ সম্পন্ন করবেন।

সরকারের এই প্রতিশ্রুতির ভিত্তিতে চলমান কর্মবিরতি স্থগিত করা হয়েছে। যদি নির্ধারিত ১২ সপ্তাহের মধ্যে প্রতিশ্রুত দাবি বাস্তবায়ন না হয়, তবে বিশেষজ্ঞ চিকিৎসকেরা পুনরায় কর্মবিরতির কর্মসূচি গ্রহণ করবেন বলেও বিবৃতিতে বলা হয়েছে।

প্রার্থীদের তিন ভাগের এক ভাগ তরুণ-যুবা

পোস্টাল ভোট: উড়ে আসা ভোটও হতে পারে কিছু আসনের ফল নির্ধারক

সুপারিশের এক বছর পরও হয়নি স্থায়ী অ্যাটর্নি সার্ভিস

শেখ হাসিনার সহকারী একান্ত সচিব লিকুর স্ত্রীর ১০ তলা ভবন ক্রোক

৪৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা

আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হওয়ার নির্দেশ ইসির

এবার আনিসুল হক ও তৌফিকা করিমের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা

দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৮ প্রার্থী

এস আলম গ্রুপের আরও ৪৩১.৬৯ শতাংশ জমি ক্রোকের নির্দেশ

চাঁদপুর-২ আসনে বিএনপি প্রার্থী জালাল উদ্দিনের ব্যাংক হিসাব অবরুদ্ধ