ঘূর্ণিঝড় সিত্রাং দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। আজ মঙ্গলবার এক বিশেষ বুলেটিনে আবহাওয়া বিভাগ জানায়, নিম্নচাপটি স্থল নিম্নচাপে পরিণত হয়ে ঢাকা, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও আশপাশের এলাকায় অবস্থান করছিল।
এর আগে গত মধ্যরাতে ঘূর্ণিঝড় সিত্রাং বরিশাল ও চট্টগ্রাম উপকূল অতিক্রম করে দেশের স্থলসীমায় প্রবেশ করে। তবে সকাল ৭.৪৫ মিনিটে আবহাওয়া অধিদপ্তরের স্যাটেলাইট ইমেজ অনুযায়ী নিম্নচাপটি বাংলাদেশের সিলেট ও ভারতের আসাম অঞ্চলে অবস্থান করে।
এদিকে সব সমুদ্রবন্দরকে বিপৎসংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। তবে নিম্নচাপের প্রভাবে সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।