হোম > জাতীয়

শনিবার থেকে চলবে ক্যাটল স্পেশাল ট্রেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু পরিবহনে শনিবার (১৭ জুলাই) থেকে চালু হচ্ছে ‘ক্যাটল স্পেশাল ট্রেন’। আগামী ১৯ জুলাই পর্যন্ত এ ট্রেন চলাচল করার কথা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। বিশেষ এই ট্রেনে কোরবানির পশু (গরু, মহিষ, ছাগল ও ভেড়া) পরিবহন করা হবে।

ট্রেন চালুর বিষয়ে রেলওয়ে ঢাকা বিভাগীয় প্রধান বাণিজ্যিক কর্মকর্তা শওকত জামিল মোহসী আজকের পত্রিকাকে বলেন, ‘শনিবার কোরবানির পশু নিয়ে প্রথম ট্রেন ঢাকায় আসবে। আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। কোরবানির পশু নিয়ে শনিবার মোট তিনটি ট্রেন আসবে। তার মধ্যে জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার ও ইসলামপুর থেকে দুটি এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি পশুবাহী ট্রেন আসবে।’

এদিকে, দেওয়ানগঞ্জ বাজার থেকে বিকেল তিনটায় পশু নিয়ে ট্রেন ছাড়বে এবং ইসলামপুর থেকে সন্ধ্যা ছয়টায় দিকে ছেড়ে এসে ঢাকার কমলাপুর পৌঁছাবে পরের দিন সকালে। একটি ট্রেনে ৪০০টি পর্যন্ত পশু পরিবহন করা যাবে।

বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে বলা হয়েছে, পশু ব্যবসায়ীরা ট্রেনে করে কোরবানির পশু নিরাপদে, স্বল্প খরচে ও স্বল্প সময়ে ঢাকায় এনে কমলাপুর স্টেশনের নিকটবর্তী পশুর হাটগুলোতে নিতে পারবেন।

গত বছরও কোরবানির পশু পরিবহনের চালু হয়েছিল এই ক্যাটেল স্পেশাল ট্রেন। চাহিদা না থাকায় মাত্র একদিন চলেছিল ট্রেনটি। এক দিনে মোট গরু এসেছিল ২৬৯টি। তবে আর অন্য কোন পশু আসেনি।

এদিকে করোনা পরিস্থিতিতে কৃষকের পণ্য পরিবহনে বিশেষ পার্সেল ট্রেন এবং আম পরিবহনে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চালু করা হয়েছিল। লকডাউন শিথিল করায় সারা দেশে যাত্রীবাহী ট্রেনও চলাচল করছে।

প্রার্থীদের তিন ভাগের এক ভাগ তরুণ-যুবা

পোস্টাল ভোট: উড়ে আসা ভোটও হতে পারে কিছু আসনের ফল নির্ধারক

সুপারিশের এক বছর পরও হয়নি স্থায়ী অ্যাটর্নি সার্ভিস

শেখ হাসিনার সহকারী একান্ত সচিব লিকুর স্ত্রীর ১০ তলা ভবন ক্রোক

৪৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা

আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হওয়ার নির্দেশ ইসির

এবার আনিসুল হক ও তৌফিকা করিমের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা

দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৮ প্রার্থী

এস আলম গ্রুপের আরও ৪৩১.৬৯ শতাংশ জমি ক্রোকের নির্দেশ

চাঁদপুর-২ আসনে বিএনপি প্রার্থী জালাল উদ্দিনের ব্যাংক হিসাব অবরুদ্ধ