হোম > জাতীয়

শনিবার থেকে চলবে ক্যাটল স্পেশাল ট্রেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু পরিবহনে শনিবার (১৭ জুলাই) থেকে চালু হচ্ছে ‘ক্যাটল স্পেশাল ট্রেন’। আগামী ১৯ জুলাই পর্যন্ত এ ট্রেন চলাচল করার কথা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। বিশেষ এই ট্রেনে কোরবানির পশু (গরু, মহিষ, ছাগল ও ভেড়া) পরিবহন করা হবে।

ট্রেন চালুর বিষয়ে রেলওয়ে ঢাকা বিভাগীয় প্রধান বাণিজ্যিক কর্মকর্তা শওকত জামিল মোহসী আজকের পত্রিকাকে বলেন, ‘শনিবার কোরবানির পশু নিয়ে প্রথম ট্রেন ঢাকায় আসবে। আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। কোরবানির পশু নিয়ে শনিবার মোট তিনটি ট্রেন আসবে। তার মধ্যে জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার ও ইসলামপুর থেকে দুটি এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি পশুবাহী ট্রেন আসবে।’

এদিকে, দেওয়ানগঞ্জ বাজার থেকে বিকেল তিনটায় পশু নিয়ে ট্রেন ছাড়বে এবং ইসলামপুর থেকে সন্ধ্যা ছয়টায় দিকে ছেড়ে এসে ঢাকার কমলাপুর পৌঁছাবে পরের দিন সকালে। একটি ট্রেনে ৪০০টি পর্যন্ত পশু পরিবহন করা যাবে।

বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে বলা হয়েছে, পশু ব্যবসায়ীরা ট্রেনে করে কোরবানির পশু নিরাপদে, স্বল্প খরচে ও স্বল্প সময়ে ঢাকায় এনে কমলাপুর স্টেশনের নিকটবর্তী পশুর হাটগুলোতে নিতে পারবেন।

গত বছরও কোরবানির পশু পরিবহনের চালু হয়েছিল এই ক্যাটেল স্পেশাল ট্রেন। চাহিদা না থাকায় মাত্র একদিন চলেছিল ট্রেনটি। এক দিনে মোট গরু এসেছিল ২৬৯টি। তবে আর অন্য কোন পশু আসেনি।

এদিকে করোনা পরিস্থিতিতে কৃষকের পণ্য পরিবহনে বিশেষ পার্সেল ট্রেন এবং আম পরিবহনে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চালু করা হয়েছিল। লকডাউন শিথিল করায় সারা দেশে যাত্রীবাহী ট্রেনও চলাচল করছে।

শিকলবাহা বিদ্যুৎকেন্দ্র: ১৩০ কোটি খরচ না করায় ক্ষতি ৩০০০ কোটি টাকা

রাষ্ট্রপতির কাছে অব্যাহতিপত্র দিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুমোদনে অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানাল বিএনটিটিপি

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শপথ কাল

সুষ্ঠু ভোটের ব্যাপারে সরকার সিরিয়াস: পররাষ্ট্র উপদেষ্টা

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার, ঢাকার ৬ জেলায় এ পর্যন্ত সংগ্রহ ৫০৯টি

তারেক রহমান ও জাইমার ভোটার নিবন্ধন সম্পন্ন, রোববার উঠবে কমিশনে

নিষিদ্ধ দলের নেতারা আটকে যেতে পারেন তফসিলের শর্তে

সরকারের কোনো না কোনো অংশ এই হামলা ঘটতে দিয়েছে: নূরুল কবীর

তারেক রহমান-জাইমার ভোটার হওয়া নিয়ে কমিশনের সিদ্ধান্ত রোববার: আখতার আহমেদ