হোম > জাতীয়

বাংলাদেশকে ৩২ লাখ টিকা উপহার দিয়েছে পোল্যান্ড

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশকে করোনার ৩২ লাখ ৭২ হাজার ৮৮০ ডোজ অ্যাস্ট্রজেনেকা টিকা উপহার দিয়েছে পোল্যান্ড। সেই সঙ্গে সম্পূর্ণ নিজ খরচে তা বাংলাদেশও পৌঁছে দেবে দেশটি।

আজ বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবনে করোনার টিকা হস্তান্তর অনুষ্ঠিত হয়। বাংলাদেশের পক্ষে এ টিকা গ্রহণ করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া এবং ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব মো. খুরশেদ আলম। পোল্যান্ডের পক্ষে টিকা হস্তান্তর করেন বাংলাদেশের অনাবাসী রাষ্ট্রদূত অধ্যাপক অ্যাডাম বুরাকৌসকি। এ সময়ে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হস্তান্তর অনুষ্ঠানে জানানো হয়, বন্ধুত্বের নিদর্শন হিসেবে পোল্যান্ড এ টিকা বাংলাদেশকে দিয়েছে। এ টিকা পরিবহন খরচও পোল্যান্ডই দিচ্ছে। আর তিন ভাগে এ টিকা বাংলাদেশকে দেবে দেশটি। ইতিমধ্যে প্রথম চালান ১০ লাখ ২৭ হাজার ২৯০ ডোজ টিকা এসেছে। দ্বিতীয় চালানে ৯ লাখ ২০ হাজার ৭৯০ ডোজ বৃহস্পতিবার ১১ই নভেম্বর এবং ১৩ লাখ ২৪ হাজার ৮০০টি ডোজ আগামী ১৪ই নভেম্বর বাংলাদেশে এসে পৌঁছাবে।

অনুষ্ঠানে পোল্যান্ডের রাষ্ট্রদূত টিকা উপহারকে দুই দেশের বন্ধুত্বে নিদর্শন উল্লেখ করে দুই দেশই দ্রুত সহযোগিতার মাধ্যমে মহামারি কাটিয়ে উঠতে পারবে বলে আশা প্রকাশ করেন। এ সময়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য পোল্যান্ডকে ধন্যবাদ জানিয়ে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে জানিয়েছেন। ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব বলেন, পোল্যান্ডের উপহার সঠিক সময়ে বাংলাদেশে এসেছে, যখন সরকার তার সকল জনসাধারণকে টিকা দেওয়ার পরিকল্পনা করেছে।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরবের বাদশা সালমান রিলিফ ফান্ড থেকে ১৪ লাখ ৯৯ হাজার ২৭০টি ডোজ অ্যাস্ট্রজেনেকার টিকা বিনা মূল্যে দিচ্ছে। আগামী ২-৩ দিনের মধ্যে এই টিকার চালান ঢাকা পৌঁছাবে বলে সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশকে জানিয়েছে।

ফ্রান্স সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সাক্ষাৎ শেষে ফ্রান্স বাংলাদেশকে বিশ লাখ টিকা অনুদানের ঘোষণা দিয়েছে। 

দুদকের তদন্ত: ৭ দেশে জাবেদের আরও ৬১৫ সম্পদের সন্ধান

রক্তসাগর পাড়ি দিয়ে পুব আকাশে স্বাধীনতার সূর্য

ত্যাগ, বীরত্ব আর গৌরবের জ্বলন্ত সাক্ষী মুক্তিযুদ্ধ জাদুঘর

নতুন প্রত্যাশা জাতির মনে

প্রস্তাবিত পুলিশ কমিশন অধ্যাদেশ হবে অর্থহীন ও আত্মঘাতী: টিআইবি

ডেভিল হান্ট ২: দুই দিনে গ্রেপ্তার সহস্রাধিক, অস্ত্র উদ্ধার ৬

জাতীয়-ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানে নির্বাচনী বিধি মানার নির্দেশ ইসির

‘হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা’—সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল ইসি

লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর নির্দেশ কেন দেওয়া হবে না—জানতে চেয়ে রুল

বিজয় দিবসে বঙ্গভবনের আশপাশের সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির