হোম > জাতীয়

আওয়ামী লীগের পর সংসদে শপথ নিলেন স্বতন্ত্র এমপিরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। আজ বুধবার বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলের শপথকক্ষে তাঁদের শপথ অনুষ্ঠিত হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শপথবাক্য পাঠ করান। এর আগে নিয়মানুযায়ী স্পিকার নিজে শপথ নেন। 

এরপর দুপুর ১২টায় জাতীয় পার্টির সংসদ সদস্যদের শপথ পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। 

শপথ নিতে আজ সকাল থেকেই নবনির্বাচিত সংসদ সদস্যরা ১২ নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করেন। দ্বাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শপথকক্ষে প্রবেশ করেন সকাল ১০টা ৮ মিনিটে। 

শপথগ্রহণ শেষে সংসদ সদস্যরা শপথ বইয়ে স্বাক্ষর করেন। এরপর সচিবের দপ্তরে অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করেন। 

এর আগে সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনে আসেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সংসদীয় দলের সাধারণ সম্পাদক ও একাদশ জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী লিটন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। 

পরে স্পিকার শিরীন শারমিন চৌধুরী আওয়ামী লীগের নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান। 

মঙ্গলবার (৯ জানুয়ারি) নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশ করে। নির্বাচনে ২৯৯টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তার মধ্যে একটি আসনের নির্বাচন স্থগিত হয়ে যায়। বাকি ২৯৮ আসনের মধ্যে ২২২টিতে জয়লাভ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। স্বতন্ত্র প্রার্থীরা জেতেন ৬২টি আসনে, জাতীয় পার্টি জয়লাভ করেছে ১১টি আসনে এবং অন্যান্য আরও তিনটি দল একটি করে আসন পেয়েছে।

কার্যক্রম প্রভাবিত করতে মনগড়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে: গুম কমিশন

জনসচেতনতায় ‘ভোটের গাড়ির’ প্রচারণা শুরু সোমবার

দেড় দশকে পুলিশ, বিচার ও প্রশাসনের ভিত দুর্বল করা হয়েছে: আসিফ নজরুল

নির্বাচনের পরিবেশ তৈরিতে অপারেশন শুরু করবে যৌথ বাহিনী: ইসি সানাউল্লাহ

হাদি হত্যা: ফয়সালসহ সংশ্লিষ্টদের অ্যাকাউন্টে ১২৭ কোটি টাকার লেনদেন

‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আগামী পাঁচ দিন শীতের অনুভূতি বাড়বে

অবশেষে প্রজাপতি প্রতীকে নিবন্ধন পেল আমজনতার দল

ফয়সালের অবস্থান নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: অতিরিক্ত আইজিপি

এনএসআইয়ের ১৩ কর্মকর্তার দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক