হোম > জাতীয়

এক উপাচার্য গেলে আরেকজন আসবে, আমরা শাবিপ্রবির সমস্যা সমাধান চাই: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘একজন উপাচার্য বিশ্ববিদ্যালয় থেকে চলে গেলে ঠিকই আরেকজন উপাচার্য আসবেন। কিন্তু শিক্ষার্থীরা যে দাবির জন্য প্রথমে আন্দোলন শুরু করেছে, আমরা সেগুলো সমাধান করব। পাশাপাশি কয়েক দফা দাবি কেন এক দফায় পরিণত হলো, তাও খতিয়ে দেখা হবে।’ 

আজ বুধবার রাতে শাবিপ্রবির বিষয়ে শিক্ষামন্ত্রী তাঁর নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। 

শিক্ষামন্ত্রী বলেন, ‘আন্দোলনে পুলিশি অ্যাকশনে অনেকেই আহত হয়েছে। পরে আন্দোলনটি কয়েক দফা থেকে ‘উপাচার্যের পদত্যাগ’ এই এক দফায় পরিণত হয়। সকালে ড. জাফর ইকবাল অনশন বন্ধ করেছেন। সে জন্য আমি ড. জাফর ইকবালকে ধন্যবাদ জানাই।’ 

দীপু মনি বলেন, ‘শিক্ষার্থীরা যে কারণে আন্দোলন করেছে, সে সমস্যা সমাধান করব। ছাত্র আন্দোলনে অনেক ভাঙচুর হয়, অনেক ক্ষয়ক্ষতি হয় কিন্তু এই আন্দোলন ছিল শান্তিপূর্ণ। তবে যে কারণে কয়েকটি দফার আন্দোলন এক দফায় হয়েছে সে বিষয়গুলো খতিয়ে দেখা হবে। তবে সেখানে যে সমস্যাগুলোর জন্য আন্দোলন হয়েছে বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়ের এই সব সমস্যা থাকেই।’ 

শিক্ষার্থীদের মামলার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘ভবিষ্যতে যেন শিক্ষার্থীদের একাডেমিক জীবনে এর কোন প্রভাব না থাকে আমরা সেটা নিশ্চিত করব। মামলা তুলে নেওয়ার জন্য কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।’ 

উপাচার্যের পদত্যাগের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘একজন উপাচার্য থাকবে কি থাকবে না সেটা সমস্যার সমাধান না। ঠিকই আরেকজন উপাচার্য থাকবেন। আমরা শাবিপ্রবির শিক্ষার্থীদের যত সমস্যা সেগুলো সমাধান করব। উপাচার্যের পদত্যাগের বিষয়টি অন্য প্রক্রিয়া।’ 

বুদ্ধিজীবী হত্যার দায়ে জামায়াতের দুই ছাত্রনেতা আশরাফ ও মুঈনুদ্দীনকে মৃত্যুদণ্ড দিয়েছিল ট্রাইব্যুনাল

হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হবে: প্রেস উইং

পদায়নের জন্য রাজনৈতিক পদলেহন করবেন না—বিদায়ী ভাষণে বিচারকদের প্রধান বিচারপতি

চোরাগোপ্তা হামলার শঙ্কা থাকলেও ভোট নিয়ে শঙ্কা দেখছে না ইসি

হাদির ছবি আঁকা হেলমেট পরে স্কাই ডাইভিং করবেন আশিক চৌধুরী

রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ

ভারতীয় হাইকমিশনারকে তলব করে হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারের অনুরোধ

ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

গুমের মামলায় হাসিনা ও সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২১ ডিসেম্বর

বিকেলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসবে ইসি