হোম > জাতীয়

সম্পর্কের ৫০ বছর পূর্তিতে জাপানি রণতরি বাংলাদেশে

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ ও জাপানের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি সামনে রেখে বাংলাদেশ সফরে এসেছে জাপানের রণতরি জেএস ইউআরএজিএ এবং জেএস এইচআইআরএডিও। 

আজ শনিবার চট্টগ্রাম বন্দরে ‘গুডউইল পোর্ট ভিজিটে’ এসেছে। ১০ জানুয়ারি পর্যন্ত রণতরি দুটি বাংলাদেশে অবস্থান করবে। ঢাকার জাপান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে জানানো হয়, জাহাজ দুটিকে চট্টগ্রাম বন্দরে স্বাগত জানানো হয়। জাহাজ দুটির কমান্ডিং কর্মকর্তা ক্যাপ্টেন নোগুচি ইয়াসুসি এবং তাঁর দলকে বন্দরে অভ্যর্থনা জানান চট্টগ্রাম নেভাল এরিয়ার চিফ স্টাফ অফিসার টু কমান্ডার ক্যাপ্টেন মাসুদুল করিম এবং বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। 

৯ জানুয়ারি ক্যাপ্টেন নোগুচি ইয়াসুসি এবং রাষ্ট্রদূত ইতো নাওকি চট্টগ্রাম নেভাল এরিয়ার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মোজাম্মেল হক, বাংলাদেশ নেভি ফ্লিটের কমান্ডার কমোডর মির এরশাদ আলী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। 

এ ছাড়া জাপানের রণতরির বন্দর সফর উপলক্ষে মতবিনিময় অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। ১০ জানুয়ারি দুই দেশের নৌবাহিনী প্রশিক্ষণ অনুশীলন করবে। 

জেএস ইউআরএজিএ এবং জেএস এইচআইআরএডিও রণতরি দুটি জাপানের মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্স (জেএমএসডিএফ) বা মাইন অপসারণের কাজে ব্যবহার হয়ে থাকে। এর আগে ২০১২ সালে এবং ২০১৯ সালেও জেএমএসডিএফ বাংলাদেশ সফর করেছিল।

গত বছরের ১২ ডিসেম্বর ভারত, প্রশান্ত মহাসাগর এবং মধ্যপ্রাচ্য সফরে এ বহরকে ভাসানো হয়। ব্রুনেই সফরের পর জেএমএসডিএফ বাংলাদেশ সফরে আসে। চলতি বছরের ৩১ মার্চ জাপান ফিরে যাওয়ার আগে শ্রীলঙ্কা, বাহরাইন এবং মালয়েশিয়া সফর করবে। এ সফরের মধ্য দিয়ে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছে জাপান। সেই সঙ্গে এ সফর ‘অবাধ ও মুক্ত ভারত প্রশান্ত মহাসাগর’ অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধিতে অবদান রাখবে বলে জানিয়েছে জাপান।

ইসরায়েল সমর্থিত ‘সোমালিল্যান্ড’কে প্রত্যাখ্যান করল বাংলাদেশ

প্রার্থীদের তিন ভাগের এক ভাগ তরুণ-যুবা

পোস্টাল ভোট: উড়ে আসা ভোটও হতে পারে কিছু আসনের ফল নির্ধারক

সুপারিশের এক বছর পরও হয়নি স্থায়ী অ্যাটর্নি সার্ভিস

শেখ হাসিনার সহকারী একান্ত সচিব লিকুর স্ত্রীর ১০ তলা ভবন ক্রোক

৪৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা

আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হওয়ার নির্দেশ ইসির

এবার আনিসুল হক ও তৌফিকা করিমের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা

দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৮ প্রার্থী

এস আলম গ্রুপের আরও ৪৩১.৬৯ শতাংশ জমি ক্রোকের নির্দেশ