হোম > জাতীয়

সম্পর্কের ৫০ বছর পূর্তিতে জাপানি রণতরি বাংলাদেশে

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ ও জাপানের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি সামনে রেখে বাংলাদেশ সফরে এসেছে জাপানের রণতরি জেএস ইউআরএজিএ এবং জেএস এইচআইআরএডিও। 

আজ শনিবার চট্টগ্রাম বন্দরে ‘গুডউইল পোর্ট ভিজিটে’ এসেছে। ১০ জানুয়ারি পর্যন্ত রণতরি দুটি বাংলাদেশে অবস্থান করবে। ঢাকার জাপান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে জানানো হয়, জাহাজ দুটিকে চট্টগ্রাম বন্দরে স্বাগত জানানো হয়। জাহাজ দুটির কমান্ডিং কর্মকর্তা ক্যাপ্টেন নোগুচি ইয়াসুসি এবং তাঁর দলকে বন্দরে অভ্যর্থনা জানান চট্টগ্রাম নেভাল এরিয়ার চিফ স্টাফ অফিসার টু কমান্ডার ক্যাপ্টেন মাসুদুল করিম এবং বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। 

৯ জানুয়ারি ক্যাপ্টেন নোগুচি ইয়াসুসি এবং রাষ্ট্রদূত ইতো নাওকি চট্টগ্রাম নেভাল এরিয়ার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মোজাম্মেল হক, বাংলাদেশ নেভি ফ্লিটের কমান্ডার কমোডর মির এরশাদ আলী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। 

এ ছাড়া জাপানের রণতরির বন্দর সফর উপলক্ষে মতবিনিময় অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। ১০ জানুয়ারি দুই দেশের নৌবাহিনী প্রশিক্ষণ অনুশীলন করবে। 

জেএস ইউআরএজিএ এবং জেএস এইচআইআরএডিও রণতরি দুটি জাপানের মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্স (জেএমএসডিএফ) বা মাইন অপসারণের কাজে ব্যবহার হয়ে থাকে। এর আগে ২০১২ সালে এবং ২০১৯ সালেও জেএমএসডিএফ বাংলাদেশ সফর করেছিল।

গত বছরের ১২ ডিসেম্বর ভারত, প্রশান্ত মহাসাগর এবং মধ্যপ্রাচ্য সফরে এ বহরকে ভাসানো হয়। ব্রুনেই সফরের পর জেএমএসডিএফ বাংলাদেশ সফরে আসে। চলতি বছরের ৩১ মার্চ জাপান ফিরে যাওয়ার আগে শ্রীলঙ্কা, বাহরাইন এবং মালয়েশিয়া সফর করবে। এ সফরের মধ্য দিয়ে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছে জাপান। সেই সঙ্গে এ সফর ‘অবাধ ও মুক্ত ভারত প্রশান্ত মহাসাগর’ অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধিতে অবদান রাখবে বলে জানিয়েছে জাপান।

প্রার্থিতা ফিরে পেতে আপিলে যেসব নির্দেশনা মানতে হবে

পোস্টাল ব্যালটে ভোটের ছবি-ভিডিও শেয়ার করলে এনআইডি ব্লক করা হবে: ইসি

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

সড়ক দুর্ঘটনা: ক্ষতিপূরণ আবেদনের সময় বাড়িয়ে দ্বিগুণ করার প্রস্তাব

এনইআইআর চালু: একজনের নামে ২০০ ফোনসেট নিবন্ধন!

সংসদ নির্বাচন: আযাদ, মান্নাসহ ৮৭ জনের মনোনয়নপত্র বাতিল

একটি আইএমইআই নম্বরেই ৩ কোটি ৯১ লাখ স্মার্টফোন: ফয়েজ আহমদ তৈয়্যব

গুরুতর অসুস্থ ড. কামাল হোসেন হাসপাতালে ভর্তি

‘দেশের চাবি আপনার হাতে’ স্লোগানে গণভোটের প্রচারে সরকার

আরও একটি মেডিকেল কলেজের অনুমোদন দিল সরকার