হোম > জাতীয়

কখনো গ্রেপ্তার এড়াতে চাননি বঙ্গবন্ধু

জাহীদ রেজা নূর, ঢাকা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চারিত্রিক বৈশিষ্ট্যের একটি গুরুত্বপূর্ণ দিক হলো, তিনি কখনো গ্রেপ্তার এড়াতে চাননি। যা হবে সামনাসামনি হবে—এই ছিল তাঁর মনোভাব। তাঁর রাজনৈতিক জীবনের দিকে তাকালেই দেখা যাবে, শুধু একবার তিনি গ্রেপ্তার এড়িয়েছিলেন এবং সেটাও নিজের ইচ্ছেয় নয়, মওলানা ভাসানীর অনুরোধে। এবং বিস্ময়কর ব্যাপার, মওলানা ভাসানীর সঙ্গে দেখা হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি জানতে চেয়েছেন, কেন তিনি গ্রেপ্তার এড়াতে বলেছিলেন।

বঙ্গবন্ধু প্রথম গ্রেপ্তার হয়েছিলেন ১৯৩৮ সালে। তখন তাঁর বয়স ১৮। হিন্দু-মুসলমান দ্বন্দ্বে এক বন্ধুকে বাঁচাতে গিয়ে মামলায় পড়েন। পুলিশ ডাকা হয়, মামলা করা হয়। তিনি পালিয়ে যেতে পারতেন, কিন্তু পালাননি। তাঁর এক হিতাকাঙ্ক্ষী বলেছিলেন, ‘মিয়া ভাই, পাশের বাসায় একটু সরে যাও না।’

শেখ মুজিব বলেছিলেন, ‘যাব না, আমি পালাব, লোকে বলবে আমি ভয় পেয়েছি।’ পালাননি তিনি। কারণ তাঁর বিশ্বাস ছিল, তিনি সত্যের পক্ষে আছেন।

প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান ঢাকায় এসেছিলেন। তাঁর সঙ্গে খাদ্য সমস্যা ও রাজবন্দীদের মুক্তির ব্যাপারে বৈঠক করতে চেয়েছিলেন মওলানা ভাসানী। এ জন্য আগেই টেলিগ্রাম করেন। লিয়াকত আলী খান এর উত্তর দেননি। এরই পরিপ্রেক্ষিতে ১৯৪৯ সালের ১১ অক্টোবর আরমানিটোলা মাঠে সভা হলো। এরপর শোভাযাত্রা শুরু হতেই ধরপাকড়। মওলানা ভাসানী বঙ্গবন্ধুকে গ্রেপ্তার হতে নিষেধ করেছিলেন। বঙ্গবন্ধুর জন্য তা ছিল মনঃপীড়ার কারণ। তিনি লুকিয়ে ছিলেন দুই দিন। দেখা হলেই মওলানা ভাসানীকে তিনি কী জিজ্ঞেস করবেন, তা ঠিক করে রেখেছিলেন। বঙ্গবন্ধু পালিয়ে থাকার রাজনীতিতে বিশ্বাস করেন না। তিনি গোপন রাজনীতি পছন্দ করেন না, বিশ্বাসও করেন না। এ কারণেই মওলানাকে তিনি জিজ্ঞেস করলেন, ‘কী ব্যাপার, কেন পালিয়ে বেড়াব?’ এই একটিমাত্র ঘটনা ছাড়া বঙ্গবন্ধু আর কখনো গ্রেপ্তার এড়াননি।

১৯৫০ সালের ১ জানুয়ারি থেকে ১৯৫২ সালের ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত একটানা ৭৮৭ দিন জেলে ছিলেন বঙ্গবন্ধু। এর মধ্যে ছিল ভাষা আন্দোলন। ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করে ৯২-ক ধারার শাসন প্রবর্তনের পর ধরপাকড় শুরু হয়ে যায়। বঙ্গবন্ধু লিখেছেন, ‘জেলে অনেকের যেতে হবে। তবে প্রতিবাদ করে জেল খাটাই উচিত।’ এরপর তিনি নিজে ম্যাজিস্ট্রেটকে ফোন করেছেন পুলিশ পাঠিয়ে দেওয়ার জন্য।

আইয়ুব খান ক্ষমতা ছিনিয়ে নেওয়ার পর ১৯৫৮ সালের ১১ অক্টোবর আবার গ্রেপ্তার হন। মুক্ত হন ১৯৬২ সালের ৬ জানুয়ারি। এরপর ১৯৬২ সালের ৬ জানুয়ারি আবারও গ্রেপ্তার হন। মুক্তি পান ১৮ জুন। এরপর ১৯৬৪ ও ১৯৬৫ সালে বিভিন্ন মেয়াদে তিনি ৬৬৫ দিন কারাগারে ছিলেন। ছয় দফা প্রস্তাব দেওয়ার পর তিনি ৩২টি জনসভা করে বিভিন্ন মেয়াদে ৯০ দিন কারাভোগ করেন। এরপর ১৯৬৬ সালের ৮ মে আবারও গ্রেপ্তার হয়ে ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে মুক্তি পান।

১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরপরই পাকিস্তান সরকার তাঁকে গ্রেপ্তার করে। এ দফায় তিনি কারাগারে ছিলেন ২৮৮ দিন। এটা নিয়ে কেউ কেউ বিতর্ক তোলার চেষ্টা করেন বটে, কিন্তু ধারাবাহিকভাবে বঙ্গবন্ধুর জীবনের দিকে তাকালে বলা যায়, তিনি মূলত নিয়মতান্ত্রিক রাজনীতি করেছেন। ফলে রাজনীতির ভাষা হিসেবেই গ্রেপ্তারবরণকে দেখেছেন তিনি।

সাবসিডিয়ারি কোম্পানি গঠন করতে চায় বিআইডব্লিউটিসি

গণভোটের প্রচার: পরিবর্তনের চাবি আপনারই হাতে

মনোনয়নপত্র নিলেন ৩১৪৪ জন, আগামীকালই দাখিলের শেষ সময়

আগামী মঙ্গলবার অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

আজ রাতে চাঁদপুর ও দক্ষিণাঞ্চলে নৌযান চলাচল বন্ধ

৬ শিক্ষানবিশ এএসপিকে চাকরি থেকে অপসারণ

সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের ‘অতিরঞ্জিত’ মন্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের

নির্বাচন সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রথম আলো–ডেইলি স্টার কার্যালয় পরিদর্শন করলেন নৌপরিবহন উপদেষ্টা