হোম > জাতীয়

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়, বিকেলে দূতাবাস উদ্বোধন

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

তিন দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসেছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। আজ সোমবার বিকেলে ঢাকায় দেশটির দূতাবাস উদ্বোধন করবেন তিনি।

সকালে সান্তিয়াগো ক্যাফিয়েরো ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন তাঁকে স্বাগত জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার বিকেলে আর্জেন্টিনার দূতাবাস উদ্বোধনের অনুষ্ঠানে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এর ফলে ৪৫ বছর পর ঢাকায় চালু হচ্ছে ফুটবলের জন্য বিখ্যাত লাতিন আমেরিকার দেশটির দূতাবাস।

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে বৈঠক এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ক্যাফিয়েরো। তাঁর এই সফরে দুই দেশের মধ্যে বিভিন্ন বিষয়ে চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। আর্জেন্টাইন পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ৩৪ সদস্যের এই প্রতিনিধি দলের সফর শেষ হবে ১ মার্চ।

ঢাকায় দেশটির দূতাবাস অর্থনৈতিক কারণে ১৯৭৮ সালে বন্ধ হয়ে যায়। দুই দেশের মধ্যে বাণিজ্যসহ সার্বিক যোগাযোগ বাড়াতে আবার এটি চালু করার কথা গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো এক চিঠিতে জানান দেশটির প্রেসিডেন্ট ফার্নান্দেজ। তাতে ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস পুনঃস্থাপনের মাধ্যমে দুই বন্ধুপ্রতিম দেশের জনগণ ভ্রাতৃত্ব ও সম্প্রীতির দৃঢ়বন্ধনে আবদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন প্রেসিডেন্ট ফার্নান্দেজ।

এর আগে বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ায় আর্জেন্টিনার প্রেসিডেন্ট ফার্নান্দেজকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৯ ডিসেম্বর এক চিঠি দেন। চিঠিতে দুই দেশের রাজধানীতে দূতাবাস খোলার মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ককে সংহত করার ওপর জোর দেন প্রধানমন্ত্রী। 

জবাবে প্রেসিডেন্ট ফার্নান্দেজ পরদিন ২০ ডিসেম্বর এক টুইটে বাংলাদেশ ও আর্জেন্টিনায় উভয় দেশের পতাকা উড়ছে উল্লেখ করে দ্বিপক্ষীয় সম্পর্ক গভীরতর করার আগ্রহ পুনর্ব্যক্ত করেন।

বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির বৈঠক

বদলে যাচ্ছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম, স্বাস্থ্যতে একত্রীকরণ

আন্দোলনের সময় রামপুরায় ২৫ মার্চের মতো হত্যাযজ্ঞ চালানো হয়: চিফ প্রসিকিউটর

লুট হওয়া অস্ত্র নির্বাচনের আগে উদ্ধারের তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা: প্রেস সচিব

সাবেক গভর্নর ড. আতিউরসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চানখাঁরপুলে ৬ হত্যা মামলার রায় আজ হচ্ছে না, নতুন তারিখ ২৬ জানুয়ারি

মানবতাবিরোধী অপরাধ: চানখাঁরপুলে ৬ শিক্ষার্থী হত্যা মামলার রায় আজ

৫৯ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

সংসদ ও গণভোটকে সামনে রেখে ইসির নতুন কর্মপরিকল্পনা

নারায়ণগঞ্জে হত্যাকাণ্ডের মামলায় শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল