হোম > জাতীয়

নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুলের স্ত্রীর ২টি ফ্ল্যাট জব্দ, ৫৪ কোম্পানির শেয়ার অবরুদ্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের স্ত্রী এবং এক্সিম ব্যাংক ও নাসা গ্রুপের পরিচালক নাসরিন ইসলামের দুটি ফ্ল্যাট জব্দ ও ৫৪টি কোম্পানির শেয়ার অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত।

একই সঙ্গে তাঁর দুটি বিও অ্যাকাউন্ট অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়।

আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন বলে নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ।

এই নির্দেশের ফলে ঢাকায় মহাখালী ডিওএইচএসে নাসরিন ইসলামের ৪ কোটি টাকা মূল্যের দুটি ফ্ল্যাট জব্দ এবং তাঁর ৫৪টি কোম্পানির বিপুল শেয়ার ও দুটি বিও অ্যাকাউন্টে থাকা ৬২ কোটি ৪৬ লাখ ৬১ হাজার ৯১৮ টাকা অবরুদ্ধ করা হবে।

দুদকের আবেদনে বলা হয়, নাসরিন ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারপূর্বক ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ২০ কোটি ২৬ লাখ ৫৯ হাজার ৮৫০ টাকা মূল্যের সম্পদের মালিকানা অসাধু উপায়ে অর্জনপূর্বক নিজ ভোগদখলে রাখার দায়ে মামলা করা হয়েছে।

দুদকের তদন্তকালে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, আসামি তাঁর এসব স্থাবর-অস্থাবর সম্পদ বিক্রি ও স্থানান্তরের চেষ্টা করছেন। এসব সম্পদ বিক্রি হয়ে গেলে রাষ্ট্রের ক্ষতির কারণ রয়েছে। তাই অবিলম্বে এসব সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করা দরকার।

এর আগে নজরুল ইসলাম মজুমদার ও তাঁর পরিবারের সদস্যদের বিভিন্ন কোম্পানির শেয়ার, ব্যাংক হিসাব অবরুদ্ধ ও বিভিন্ন স্থাবর সম্পদ জব্দের নির্দেশ দেওয়া হয়েছিল।

নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার বিভিন্ন মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন।

মধ্যরাতে প্রাথমিকের শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, রোববার থেকে বার্ষিক পরীক্ষা

ব্যালটের নিরাপত্তাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এসপিরা

বিএনপির আপত্তি তোলা দুই অধ্যাদেশে উপদেষ্টা পরিষদের অনুমোদন

জিয়া পরিবারের আর কেউ ভিভিআইপি সুবিধা পাবে না: রিজওয়ানা হাসান

পোস্টাল ভোট গণনায় সংশোধনী ও পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন

সেনাপ্রধানের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আগামী নির্বাচনে দায়িত্ব পালন হবে ঐতিহাসিক—নতুন এসপিদের প্রধান উপদেষ্টা

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, জানাল কাতার সরকার

তফসিল নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ ১০ ডিসেম্বর

নির্বাচনে পুলিশকে নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টার