হোম > জাতীয়

হংকং ও আম্মানের পথে বিমানের চার্টার্ড ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক

করোনা মহামারির কারণে দেশে আটকে পড়া শিক্ষার্থী এবং প্রবাসী শ্রমিকদের হংকং এবং জর্ডানের আম্মানে পৌঁছে দিতে ঢাকা ছেড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুইটি পৃথক চার্টার্ড ফ্লাইট। আজ সোমবার দুপুরে ঢাকা থেকে বিমান দুটি ঢাকা ছেড়েছে। উড়োজাহাজ সংস্থাটির উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বিষয়টি আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্র জানায়, হংকংয়ের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এবং নতুন ভর্তি হওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের হংকং পৌঁছে দিতে বিমানের চার্টার্ড ফ্লাইট বিজি-০৭৮ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ০৯ আগস্ট বাংলাদেশের সময় বেলা ২টা ১৫ মিনিটে হংকং-এর উদ্দেশে ছেড়ে যায়। ফ্লাইটটি হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে সেখানকার স্থানীয় সময় রাত ৭টা ৪৫ মিনিটে অবতরণ করবে। ফেরার পথে করোনা পরিস্থিতিসহ বিভিন্ন কারণে হংকংয়ে আটকে পড়া যাত্রীদের দেশে নিয়ে আসবে। বাংলাদেশ ও হংকংয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ফ্লাইটটি পরিচালিত হচ্ছে। 

অপরদিকে বেলা ২টা ৩৭ মিনিটে বিমানের আরেকটি চার্টার্ড ফ্লাইট বিজি-৫০১১ বাংলাদেশে আটকে পড়া প্রবাসী শ্রমিকদের নিয়ে জর্ডানের রাজধানী আম্মানের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে। ফ্লাইটটি জর্ডানের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৭ মিনিটে আম্মানে অবতরণ করার কথা রয়েছে। 

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার আজকের পত্রিকাকে জানান, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস দেশের প্রয়োজনে সাশ্রয়ী খরচে টিকা ও সুরক্ষা সামগ্রী পরিবহনসহ মহামারি ও অন্যান্য কারণে দেশে-বিদেশে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দিতে বিভিন্ন জরুরি সেবামূলক ফ্লাইট পরিচালনা করে যাচ্ছে।’ 

কার্যক্রম প্রভাবিত করতে মনগড়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে: গুম কমিশন

জনসচেতনতায় ‘ভোটের গাড়ির’ প্রচারণা শুরু সোমবার

দেড় দশকে পুলিশ, বিচার ও প্রশাসনের ভিত দুর্বল করা হয়েছে: আসিফ নজরুল

নির্বাচনের পরিবেশ তৈরিতে অপারেশন শুরু করবে যৌথ বাহিনী: ইসি সানাউল্লাহ

হাদি হত্যা: ফয়সালসহ সংশ্লিষ্টদের অ্যাকাউন্টে ১২৭ কোটি টাকার লেনদেন

‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আগামী পাঁচ দিন শীতের অনুভূতি বাড়বে

অবশেষে প্রজাপতি প্রতীকে নিবন্ধন পেল আমজনতার দল

ফয়সালের অবস্থান নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: অতিরিক্ত আইজিপি

এনএসআইয়ের ১৩ কর্মকর্তার দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক