করোনায় মৃত্যুর সংখ্যা কমে আসলেও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত তিন দিন ধরে দুজন করে মারা যাচ্ছেন। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮০ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদন অনুযায়ী এই তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৮০ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৮২ জন। এদের মধ্যে ঢাকায় ১৪৩ জন এবং বাইরে ৩৯ জন। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২০ হাজার ৫১৮ জন। এ সময়ে সুস্থ হয়েছেন ১৯ হাজার ৫২২ জন।
আর চলতি মাসের ১২ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন মোট ২ হাজার ৩২১ জন রোগী। চলতি মাসে মারা গেছেন ১১ জন। ডেঙ্গুতে আক্রান্ত মোট রোগী ভর্তি রয়েছেন ৯১৬ জন। এদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ভর্তি ৭৪২ জন। অন্যত্র ১৭৪ জন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে ৩১ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন, ঢাকা শিশু হাসপাতালে ৫ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ১১ জন, মুগদা জেনারেল হাসপাতালে ২ জন, বিএসএমএমইউ, বিজিবি, মুগদা জেনারেল হাসপাতাল ও সংক্রামক ব্যাধি হাসপাতালে একজনসহ মোট ৬০ রোগী ভর্তি হয়েছেন। এই ৬০ জন সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অন্যরা বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন।
বৃষ্টি হওয়ার দুই সপ্তাহ পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ থাকবে বলে জানিয়েছেন কীটতত্ত্ববিদেরা। তাদের ভাষ্য অনুযায়ী, বৃষ্টিপাত হওয়ার ১৫ দিন পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ থাকবে। এই সময়ের মধ্যে বৃষ্টি হলে আবারও জন্ম নেবে এডিস মশা।