হোম > জাতীয়

কক্সবাজারে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত শাহীন ডাকাতসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: আইএসপিআর

বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে কক্সবাজার জেলা থেকে কুখ্যাত শাহীন ডাকাত ও তাঁর ঘনিষ্ঠ দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) আনুমানিক সকাল ৮টায় এই অভিযান চালানো হয়। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

অভিযানের সময় তাঁদের কাছ থেকে একটি দেশীয় প্রযুক্তির পয়েন্ট ২২ বোর অস্ত্র, তিনটি একনলা বন্দুক, ১০টি বিভিন্ন ধরনের গোলাবারুদ, ২০ হাজারটি ইয়াবা এবং একাধিক দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২০টিরও বেশি হত্যা, ডাকাতি ও অপহরণসহ নানা নাশকতামূলক মামলা রয়েছে। উল্লেখ্য, বিভিন্ন অপরাধে অভিযুক্ত শাহীন ডাকাত ২০২৩ সালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হলেও জামিনে বের হতে সক্ষম হয়েছিলেন। তিনি নাইক্ষ্যংছড়ি, গর্জনিয়া এবং এর আশপাশের সীমান্ত এলাকায় হত্যা, ডাকাতি, রাহাজানি, মাদক চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন।

জানা গেছে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে শাহীন ডাকাতের নেতৃত্বে নাইক্ষ্যংছড়ি এলাকায় গরু চোরাচালান ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছিল। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই গতকাল সকালে এই অভিযান চালানো হয়। অভিযানের সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে শাহীন ডাকাত ও তাঁর সহযোগীরা এলোপাতাড়ি কয়েক রাউন্ডটি চালালেও, অভিযান দলের দক্ষতার কারণে কোনো প্রকার ক্ষয়ক্ষতি ছাড়াই অপরাধীদের গ্রেপ্তার করা সম্ভব হয়।

বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা রক্ষায় অঙ্গীকারবদ্ধ। যেকোনো ধরনের অপরাধমূলক কার্যক্রমের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়েছে।

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ হাজার ৩৫৯, ৩৬ শতাংশ মোটরসাইকেল আরোহী

আগামী সরকারের বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ: সিপিডি

গণতান্ত্রিক যুক্তফ্রন্টের মার্কিন দূতাবাসমুখী মিছিলে পুলিশের বাধা

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় বাংলাদেশের ‘বড় সাফল্য’: প্রধান উপদেষ্টার প্রেস উইং

গাজায় ট্রাম্প বাহিনীর অংশ হতে চায় বাংলাদেশ, যুক্তরাষ্ট্রকে জানালেন খলিলুর

বাংলাদেশিদের জন্য বি-১ ভিসা বন্ড পুনর্বিবেচনার আশ্বাস যুক্তরাষ্ট্রের

প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা

মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল শুনানি শুরু

যমুনায় নতুন সড়কসেতু: সম্ভাব্যতা সমীক্ষার পরামর্শক নিয়োগের প্রক্রিয়া শুরু

জাতীয় সংসদ নির্বাচন: ৭৬% প্রার্থী উচ্চশিক্ষিত