হোম > জাতীয়

শেখ হাসিনার সেই ‘৪০০ কোটি টাকার’ পিয়নের ব্যাংক হিসাব ও সঞ্চয়পত্র অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাহাঙ্গীর আলম। ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী (পিয়ন) বহুল আলোচিত ‘৪০০ কোটি টাকার মালিক’ জাহাঙ্গীর আলমের দুটি ব্যাংক হিসাব ও একটি সঞ্চয়পত্র অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, জাহাঙ্গীর আলমের দুটি ব্যাংক হিসাব ও একটি সঞ্চয়পত্রের হিসাব থেকে দেখা যায়, এই হিসাবগুলোতে মোট ১ কোটি ১৪ লাখ ৭৫ হাজার ৩২৯ টাকা রয়েছে।

তাঁর এই দুই ব্যাংক হিসাব ও সঞ্চয়পত্র অবরুদ্ধের নির্দেশ চেয়ে আদালতে আবেদন করেন দুদকের সহকারী পরিচালক পিয়াস পাল।

আবেদনে বলা হয়, জাহাঙ্গীর আলম ঢাকায় নিজ নামে ১৮ কোটি ২৯ লাখ ১০ হাজার ৮৮২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন। তিনি তাঁর মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের নামে অবৈধ উপায়ে অর্জিত অর্থ আটটি ব্যাংক অ্যাকাউন্টের ২৩টি হিসাবে মোট ৬২৬ কোটি ৬৫ লাখ ১৮ হাজার ১০৭ টাকা জমা বা ক্রেডিট ও জমা করা অর্থ বিভিন্ন মাধ্যমে উত্তোলন বা স্থানান্তর করে শাস্তিযোগ্য অপরাধ করায় দুদকের আইনে মামলা করা হয়।

এর আগে গত বছরের ১৭ ডিসেম্বর অবৈধভাবে ১৮ কোটি ২৯ লাখ ১০ হাজার ৮৮২ টাকার সম্পদ অর্জনের অভিযোগে জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা করে দুদক।

একই সঙ্গে তাঁর স্ত্রীর বিরুদ্ধেও অবৈধ উপায়ে ৬ কোটি ৮০ লাখ ৪৮ হাজার ৬৪২ টাকার সম্পদ অর্জন ও ভোগদখলের অভিযোগে আরেকটি মামলা করা হয়।

ওই মামলার তদন্ত করতে গিয়ে জানা যায়, জাহাঙ্গীরের ব্যাংক হিসাব ও সঞ্চয়পত্রে বিপুল অর্থ জমা রয়েছে। এই অর্থ তিনি যেকোনো সময় হস্তান্তর বা স্থানান্তর করতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানতে পারে দুদক। এ কারণে সেসব অবরুদ্ধ করা প্রয়োজন।

এর আগে গত ৩০ জানুয়ারি জাহাঙ্গীর ও তাঁর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন একই আদালত।

গত বছরের ১৪ জুলাই সংবাদ সম্মেলনে দুর্নীতির বিষয়ে কথা বলতে গিয়ে নিজের পিয়নের ৪০০ কোটি টাকার মালিক হওয়ার তথ্য দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাহাঙ্গীর আলম শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী হিসেবে টানা দুই মেয়াদে দায়িত্ব পালন করেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠায় পরে তাঁকে সরিয়ে দেওয়া হয়।

শেখ হাসিনা বিরোধী দলে থাকার সময়ও জাহাঙ্গীর তাঁর ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করতেন। বিভিন্ন অনুষ্ঠানে শেখ হাসিনার জন্য যে খাবার পানি বাসা থেকে নেওয়া হতো, সেটা বহন করতেন জাহাঙ্গীর। সে কারণে তিনি ‘পানি জাহাঙ্গীর’ নামে পরিচিতি পান।

নতুন দেশের জন্য এল প্রথম স্বীকৃতি

অন্তঃসত্ত্বা সোনালীকে অবশেষে বিএসএফের কাছে হস্তান্তর করল বিজিবি

খালেদা জিয়ার লন্ডন যাত্রায় জটিলতা

লুট হওয়া ভারী অস্ত্র বাইরে নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফায়ার সার্ভিসে ৬২ হাজার স্বেচ্ছাসেবক তৈরি করবে সরকার, বাড়বে সুযোগ-সুবিধা

শেখ হাসিনাকে ফেরতের ব্যাপারে এখনো ইতিবাচক সাড়া দেয়নি ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

মধ্যরাতে প্রাথমিকের শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, রোববার থেকে বার্ষিক পরীক্ষা

ব্যালটের নিরাপত্তাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এসপিরা

বিএনপির আপত্তি তোলা দুই অধ্যাদেশে উপদেষ্টা পরিষদের অনুমোদন

জিয়া পরিবারের আর কেউ ভিভিআইপি সুবিধা পাবে না: রিজওয়ানা হাসান