গাজীপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত সড়ক-মহাসড়কে থাকা সব ধরনের অবৈধ স্থাপনা ও হাট-বাজার অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এসংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহের বেঞ্চ এ নির্দেশ দেন।
আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
এ ছাড়া গাজীপুরে চলমান বিআরটি প্রকল্প নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ না করা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিব, বিআরটিএ কর্তৃপক্ষ, হাইওয়ে পুলিশের প্রধানসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
সেই সঙ্গে সড়ক-মহাসড়কে থাকা সব ধরনের অবৈধ স্থাপনা ও হাট-বাজার অপসারণ করে তিন মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন আদালত।
এর আগে রোববার আইনজীবী এস এম বদরুল ইসলাম রিটটি দায়ের করেন। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এম সরোয়ার হোসেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।