হোম > জাতীয়

থাইল্যান্ডে মোদির সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার: খলিলুর রহমান

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

ফাইল ছবি

থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য বিমসটেক সম্মেলনে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের সম্ভাবনা রয়েছে। এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি সংক্রান্ত হাই রিপ্রেজেনটেটিভ খলিলুর রহমান। বিমসটেক শীর্ষ সম্মেলন শুরু হওয়ার একদিন আগে এই মন্তব্য করলেন তিনি।

আজ বুধবার প্রধান উপদেষ্টার বিমসটেক সম্মেলনে অংশগ্রহণের বিষয়ে জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন খলিলুর রহমান। সেখানেই তিনি এই সম্ভাবনার কথা জানান। তবে বৈঠক আদৌ হবে কি না, সে বিষয়ে নিশ্চয়তা না থাকায় এ নিয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল, টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বা বিমসটেকের ৬ষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামীকাল বৃহস্পতিবার ব্যাংকক যাবেন প্রধান উপদেষ্টা। ৪ এপ্রিল তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক নিয়ে এক প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেন, ‘আমরা এই বৈঠকের জন্য সরকারিভাবে অনুরোধ করেছি। আমাদের আশা করার সংগত কারণ আছে যে, (ব্যাংককে) বৈঠকটি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।’

একজন সাংবাদিক এই বিষয়ে খলিলুর রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ব্যাংককে নরেন্দ্র মোদির সঙ্গে মুহাম্মদ ইউনূসের বৈঠক হবে বলে পররাষ্ট্রসচিব জানিয়েছেন। জবাবে খলিলুর রহমান বলেন, ‘আমার জানা মতে, পররাষ্ট্রসচিব বলেছেন—বৈঠকটি হওয়ার সম্ভাবনা আছে।’

ব্যাংককে নরেন্দ্র মোদির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হলে কী কী বিষয় প্রাধান্য পেতে পারে—এমন এক প্রশ্নে খলিলুর রহমান বলেন, ‘আশাবাদী হওয়ার কারণ আছে যে, মিটিংটি হতে পারে। যতক্ষণ পর্যন্ত না হচ্ছে, আগ বাড়িয়ে কিছু বলছি না।’

আরও খবর পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় সহিংসতার আহ্বান জানিয়ে পোস্ট, রিপোর্ট করা যাবে হোয়াটসঅ্যাপ-ইমেইলে

হাদিকে হত্যা ও পরবর্তী সহিংসতার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান অ্যামনেস্টির

শিল্পকলা একাডেমির সব অনুষ্ঠান স্থগিত

ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দীর মর্গে হাদির মরদেহ

ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ

প্রথম আলো, ডেইলি স্টারে হামলা ও নূরুল কবীরকে হেনস্তার ঘটনায় বিপিজেএর নিন্দা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় সম্পাদক পরিষদ ও নোয়াব

হাদির মৃত্যুতে উদ্বেগ, নিরপেক্ষ তদন্তের আহ্বান জানালেন জাতিসংঘের ফলকার তুর্ক

হাদি হত্যার প্রতিবাদে গণমাধ্যমের ওপর হামলার দায় সরকার এড়াতে পারে না: টিআইবি

বেলা ২টায় ওসমান হাদির জানাজা