হোম > জাতীয়

টিকিট ছাড়ার ৩০ মিনিটে রেল সেবা অ্যাপ ও ওয়েবসাইটে ৭৩ লাখ হিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ট্রেনের অগ্রিম টিকিট কাটতে প্রতিদিন সকাল ৮টায় শুরু হয় অনলাইন যুদ্ধ। আজ শনিবার দেওয়া হচ্ছে আগামী ২৫ মার্চের টিকিট। আজ সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি শুরু হলে দেখা যায়, সাড়ে ৮টার মধ্যে রেল সেবা অ্যাপস ও ওয়েবসাইটে টিকিটের জন্য ৭৩ লাখ বার চেষ্টা করা হয়েছে।

রেলওয়েই সূত্রে জানা গেছে, আজ সকাল ৮টা ১৫ মিনিট পর্যন্ত অনলাইনে ঢাকা থেকে ৯ হাজার ৪০০টি টিকিট বিক্রি হয়েছে। এরপর সকাল সাড়ে ৮টার মধ্যে ১২ হাজার ১২টি টিকিট বিক্রি হয়েছে।

রেলওয়ের কর্মকর্তারা জানান, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ২০টা ট্রেনের প্রায় ১৫ হাজার ৭৭৩টি বিক্রি শুরু হয়। সকাল ১০টার মধ্যে বেশির ভাগ টিকিট বিক্রি হয়ে গেছে।

এদিকে নুর আলম সিদ্দিক নামের এক ব্যক্তি ‘বাংলাদেশ রেলওয়ে হেল্প লাইন’ নামক একটি ফেসবুক পেজের পোস্টে লিখেছেন, ‘স্বাধীন বাংলাদেশের চিত্র। সকাল ৭টা ৫৯ থেকে ট্রাই করে ৮টা ৩ মিনিটে দেখি সব টিকিট বুক হয়ে গেছে। যত বার ট্রাই করেছি, দেখায় টিকিট নেই। আজকেও ঢাকা টু জয়পুরহাট ট্রেনের টিকিট নিতে পারিনি।’

আজ শনিবার দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে অনলাইনে। এ সময় ২৩টা ট্রেনের ১৭ হাজার ৪৮৪টি টিকিট বিক্রি হবে।

গতকাল শুক্রবার ২৪ মার্চের অগ্রিম টিকিট কাটতে ওয়েবসাইটে সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে প্রায় ২০ লাখ হিট হয়েছিল।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল ১৬ মার্চ বিক্রি করা হবে ২৬ মার্চের অগ্রিম টিকিট। পর্যায়ক্রমে ২৭ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৭ মার্চ। ২৮ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৮ মার্চ। ২৯ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৯ মার্চ এবং ৩০ মার্চের টিকিট বিক্রি করা হবে।

বাহরাইনে পোস্টাল ব্যালটের ভাইরাল ভিডিওর যে ব্যাখ্যা দিলেন ইসি সচিব

রামগড়ে পাহাড় কাটা বরদাশত করা হবে না, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ নৌপরিবহন উপদেষ্টার

নির্বাচন ঘিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ‘অন-অ্যারাইভাল ভিসা’ বন্ধ: পররাষ্ট্র উপদেষ্টা

৪৩৪ কোটি টাকা আত্মসাৎ: পি কে হালদারসহ ৩৫ জনের বিরুদ্ধে ১২ মামলা

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ

‎বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আচরণবিধি লঙ্ঘন, মামুনুল হককে শোকজ

দুদকের জিজ্ঞাসাবাদের মুখে সংস্থার সাবেক কমিশনার জহুরুল

১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে: মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা

বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সম্ভাবনা তৈরি হয়েছে: ড্যান মজিনা