নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকাজ স্থগিত করেছেন প্রধান বিচারপতি। আজ বুধবার রাষ্ট্রপতির সঙ্গে আলোচনাক্রমে বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এই নির্দেশ দেন।
সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম রাতে বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানান। এতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উভয় বিভাগের বিচারকাজ স্থগিত করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুপ্রিম কোর্টে সীমিত আকারে চলবে বিচারিক কার্যক্রম চলবে বলে জানানো হয়েছিল এক বিজ্ঞপ্তিতে।