হোম > জাতীয়

কুড়িগ্রামের সেই ডিসির লঘুদণ্ড বাতিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

একজন সাংবাদিককে হয়রানিমূলকভাবে মধ্যরাতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারাদণ্ড দেওয়ার ঘটনায় লঘুদণ্ড পেয়েছিলেন কুড়িগ্রামের ওই সময়কার জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীন। রাষ্ট্রপতির কাছে আপিল করার পর রাষ্ট্রপতি সদয় হয়ে তাঁর দুই বছরের জন্য বেতন বৃদ্ধি স্থগিতের দণ্ড বাতিল করে তাঁকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন। 

জনপ্রশাসন মন্ত্রণালয় গত ২৩ নভেম্বর এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে। ডিসি সুলতানার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় গত ১০ আগস্ট তাঁকে লঘুদণ্ড দিয়ে তাঁর বেতন দুই বছরের জন্য বৃদ্ধি স্থগিত করা হয়েছিল। 

সাবেক এই ডিসিকে সাজা দেওয়ার ঘটনাক্রম তুলে ধরে প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুলতানা পারভীন লঘুদণ্ড মওকুফের জন্য গত ৬ সেপ্টেম্বর রাষ্ট্রপতির কাছে আপিল আবেদন করেন। সেই আবেদন বিবেচনা করে দুই বছরের জন্য বেতন বৃদ্ধি স্থগিত রাখার দণ্ড বাতিল করে রাষ্ট্রপতি তাঁকে অভিযোগের দায় থেকে অব্যাহতি দিয়েছেন। 

রাষ্ট্রপতি আগের দণ্ড বাতিল করায় লঘুদণ্ড দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় এর আগে যে প্রজ্ঞাপন জারি করেছিল, তা বাতিল করা হয়েছে। উপসচিব সুলতানা এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে রয়েছেন। 

কুড়িগ্রামের ডিসি থাকার সময় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের প্রতিবেদক আরিফুল ইসলামকে মধ্যরাতে তাঁর বাড়ি থেকে উঠিয়ে নিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। এ নিয়ে সমালোচনা হলে সুলতানার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী অসদাচরণের অভিযোগে বিভাগীয় করে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। 

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়ার জানাজায় এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকারের কুশল বিনিময়

২০২৫ সালজুড়ে আশঙ্কাজনকভাবে বেড়েছে ‘মব সন্ত্রাস’: আইন ও সালিশ কেন্দ্র

ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের স্পিকার ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

‘খালেদা জিয়াকে এভাবে বিদায় দিতে হবে ভাবিনি’

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ

রাষ্ট্রীয় মর্যাদায় জিয়াউর রহমানের পাশে খালেদা জিয়ার দাফন সম্পন্ন

খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করতে মানুষের ঢল

খালেদা জিয়াকে চিরবিদায় জানাতে আসবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা