হোম > জাতীয়

কুড়িগ্রামের সেই ডিসির লঘুদণ্ড বাতিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

একজন সাংবাদিককে হয়রানিমূলকভাবে মধ্যরাতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারাদণ্ড দেওয়ার ঘটনায় লঘুদণ্ড পেয়েছিলেন কুড়িগ্রামের ওই সময়কার জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীন। রাষ্ট্রপতির কাছে আপিল করার পর রাষ্ট্রপতি সদয় হয়ে তাঁর দুই বছরের জন্য বেতন বৃদ্ধি স্থগিতের দণ্ড বাতিল করে তাঁকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন। 

জনপ্রশাসন মন্ত্রণালয় গত ২৩ নভেম্বর এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে। ডিসি সুলতানার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় গত ১০ আগস্ট তাঁকে লঘুদণ্ড দিয়ে তাঁর বেতন দুই বছরের জন্য বৃদ্ধি স্থগিত করা হয়েছিল। 

সাবেক এই ডিসিকে সাজা দেওয়ার ঘটনাক্রম তুলে ধরে প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুলতানা পারভীন লঘুদণ্ড মওকুফের জন্য গত ৬ সেপ্টেম্বর রাষ্ট্রপতির কাছে আপিল আবেদন করেন। সেই আবেদন বিবেচনা করে দুই বছরের জন্য বেতন বৃদ্ধি স্থগিত রাখার দণ্ড বাতিল করে রাষ্ট্রপতি তাঁকে অভিযোগের দায় থেকে অব্যাহতি দিয়েছেন। 

রাষ্ট্রপতি আগের দণ্ড বাতিল করায় লঘুদণ্ড দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় এর আগে যে প্রজ্ঞাপন জারি করেছিল, তা বাতিল করা হয়েছে। উপসচিব সুলতানা এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে রয়েছেন। 

কুড়িগ্রামের ডিসি থাকার সময় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের প্রতিবেদক আরিফুল ইসলামকে মধ্যরাতে তাঁর বাড়ি থেকে উঠিয়ে নিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। এ নিয়ে সমালোচনা হলে সুলতানার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী অসদাচরণের অভিযোগে বিভাগীয় করে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। 

খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করতে মানুষের ঢল

খালেদা জিয়াকে চিরবিদায় জানাতে আসবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা

খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার

প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: আসিফ নজরুল

খালেদা জিয়ার জানাজা-দাফনে মোতায়েন থাকবেন ১০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াবের শোক

আবারও বাড়ল পোস্টাল ভোটের নিবন্ধনের সময়

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন