হোম > জাতীয়

রাশিয়ার বিপক্ষে জাতিসংঘে ভোট দিল বাংলাদেশ

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক জোরালো সম্পর্ক বজায় রেখেই ইউক্রেনের অখণ্ডতার পক্ষে অবস্থান নিল বাংলাদেশ। প্রতিবেশী রাশিয়ার সামরিক আক্রমণের শিকার ইউক্রেনের অখণ্ডতার প্রশ্নে বুধবার (১২ অক্টোবর) জাতিসংঘ সাধারণ পরিষদে আয়োজিত ভোটে দেশটির অখণ্ডতার পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ। 

১৪৩টি দেশ ইউক্রেনের অখণ্ডতার পক্ষে ভোট দেওয়ায় এ বিষয়ে আনীত প্রস্তাবটি পাস হয়। মাত্র পাঁচটি দেশ যুদ্ধকবলিত দেশটির অখণ্ডতার বিপক্ষে ভোট দেয়। দেশগুলো হলো রাশিয়া, উত্তর কোরিয়া, বেলারুশ, নিকারাগুয়া ও সিরিয়া। ভারত, পাকিস্তান, চীন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, আলজেরিয়া, কিউবা, ভিয়েতনাম ও দক্ষিণ আফ্রিকাসহ ৩৫টি দেশ ভোটদানে বিরত ছিল। 

নিজস্ব নিরাপত্তা হুমকির মুখে—এমন অজুহাতে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। দেশটির পূর্বাঞ্চলের একটি বড় অংশ দখল করে সম্প্রতি নিজের অংশ হিসেবেও ঘোষণা করেছে মস্কো। এর পরই যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইউক্রেনের মিত্ররা জাতিসংঘে এই ভোটের আয়োজন করে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়ার ভেটোর মুখে ভেস্তে যেতে পারে এমন আশঙ্কায় প্রস্তাবটি সাধারণ পরিষদে সরিয়ে নেওয়া হয়। 

সাধারণ পরিষদে গৃহীত প্রস্তাব মেনে চলার বাধ্যবাধকতা জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর নেই। তবে সেখানে পাস হওয়া প্রস্তাবের নৈতিক মূল্য থাকে বলে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করেন। 

সরকারি কর্মচারীদের বেতন বাড়বে ১০৫ থেকে ১৪২%

প্রতীক নিয়ে মাঠে প্রার্থীরা, জমবে এবার কথার লড়াই

গুম থাকার সময়ের লোমহর্ষক বর্ণনা দিলেন ব্যারিস্টার আরমান

মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও কোটায় বিসিএস, ২১ জনের বিরুদ্ধে দুদকের মামলা

জয় বাংলা ব্রিগেড: হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আরও শুনানি ৯ ফেব্রুয়ারি

সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজারের বেশি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ছে দ্বিগুণ থেকে আড়াই গুণ, সর্বনিম্ন ২০ হাজার টাকা

নির্বাচন সামনে রেখে আজ থেকে পরীক্ষা শুরু, ১২ ফেব্রুয়ারি ফাইনাল: প্রধান উপদেষ্টা

মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী আবুল কালাম আজাদকে আপিলের নথি সরবরাহের নির্দেশ ট্রাইব্যুনালের

ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাট কিনতে কোটি টাকা, জীবিকা নির্বাহে আরও ১ কোটি দেবে সরকার