হোম > জাতীয়

রাশিয়ার বিপক্ষে জাতিসংঘে ভোট দিল বাংলাদেশ

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক জোরালো সম্পর্ক বজায় রেখেই ইউক্রেনের অখণ্ডতার পক্ষে অবস্থান নিল বাংলাদেশ। প্রতিবেশী রাশিয়ার সামরিক আক্রমণের শিকার ইউক্রেনের অখণ্ডতার প্রশ্নে বুধবার (১২ অক্টোবর) জাতিসংঘ সাধারণ পরিষদে আয়োজিত ভোটে দেশটির অখণ্ডতার পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ। 

১৪৩টি দেশ ইউক্রেনের অখণ্ডতার পক্ষে ভোট দেওয়ায় এ বিষয়ে আনীত প্রস্তাবটি পাস হয়। মাত্র পাঁচটি দেশ যুদ্ধকবলিত দেশটির অখণ্ডতার বিপক্ষে ভোট দেয়। দেশগুলো হলো রাশিয়া, উত্তর কোরিয়া, বেলারুশ, নিকারাগুয়া ও সিরিয়া। ভারত, পাকিস্তান, চীন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, আলজেরিয়া, কিউবা, ভিয়েতনাম ও দক্ষিণ আফ্রিকাসহ ৩৫টি দেশ ভোটদানে বিরত ছিল। 

নিজস্ব নিরাপত্তা হুমকির মুখে—এমন অজুহাতে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। দেশটির পূর্বাঞ্চলের একটি বড় অংশ দখল করে সম্প্রতি নিজের অংশ হিসেবেও ঘোষণা করেছে মস্কো। এর পরই যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইউক্রেনের মিত্ররা জাতিসংঘে এই ভোটের আয়োজন করে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়ার ভেটোর মুখে ভেস্তে যেতে পারে এমন আশঙ্কায় প্রস্তাবটি সাধারণ পরিষদে সরিয়ে নেওয়া হয়। 

সাধারণ পরিষদে গৃহীত প্রস্তাব মেনে চলার বাধ্যবাধকতা জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর নেই। তবে সেখানে পাস হওয়া প্রস্তাবের নৈতিক মূল্য থাকে বলে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করেন। 

খালেদা জিয়ার প্রয়াণে তারেক রহমানকে মোদির শোকবার্তা

মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ন হয়ে আছে: প্রেস সচিব

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

২০২৫ সালে গণপিটুনি বেড়ে দ্বিগুণ: এমএসএফ

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়ার জানাজায় এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকারের কুশল বিনিময়

২০২৫ সালজুড়ে আশঙ্কাজনকভাবে বেড়েছে ‘মব সন্ত্রাস’: আইন ও সালিশ কেন্দ্র

ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের স্পিকার ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

‘খালেদা জিয়াকে এভাবে বিদায় দিতে হবে ভাবিনি’