হোম > জাতীয়

সুলিভান-প্রধানমন্ত্রীর বৈঠক: প্রতিবেদককে ‘মিথ্যাবাদী সাংবাদিক’ বললেন পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বৈঠক মাঝপথে থেমে গিয়েছিল বলে দেশের একটি জাতীয় দৈনিকে খবর প্রকাশিত হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এই প্রতিবেদন যিনি করেছেন তিনি ‘মিথ্যাবাদী’ সাংবাদিক। ওই বৈঠকে সুন্দর আলোচনা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিংয়ে বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মন্ত্রী।

গত ২৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের আলোচনা মাঝপথে থেমে যাওয়া সম্পর্কিত প্রতিবেদন নিয়ে সাংবাদিকেরা জানতে চান। এর জবাবে ড. মোমেন বলেন, ‘যে সাংবাদিক লিখেছেন আলোচনা মাঝপথে থেমে গিয়েছিল, সে মিথ্যাবাদী সাংবাদিক। সে আহাম্মকের সঙ্গে আছে।’ 

সুলিভানের সঙ্গে কী কথা হয়েছে, জানতে চাইলে সেটি এড়িয়ে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সুন্দর আলোচনা হয়েছে।’

এ সময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞা-সম্পর্কিত এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নিষেধাজ্ঞা দিয়ে মার্কিনরা কোনো দেশেই সফল হতে পারেনি।’

সাবেক খাদ্যসচিব বরুণ দেব মিত্র ওরফে বিডি মিত্রের অর্থ-সম্পদ যুক্তরাষ্ট্রে বাজেয়াপ্ত হওয়ার খবরের সত্যতা সম্পর্কে প্রশ্ন করা হলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি তাঁর সঠিক জানা নেই। তবে খবরটি সঠিক হয়ে থাকলে, তা দুঃখজনক।

উল্লেখ্য, আয়ের বৈধ উৎস জানাতে না পারায় গত ৩০ সেপ্টেম্বর সাবেক সচিব বরুণ দেব মিত্রের যুক্তরাষ্ট্রের তিনটি বাড়ি ও সে দেশের ব্যাংকের যাবতীয় হিসাব জব্দ করেছে সে দেশের সরকার। এমন একটি খবর ৮ অক্টোবর দেশের একটি অনলাইন পোর্টালে প্রকাশিত হয়েছে।

বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির বৈঠক

বদলে যাচ্ছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম, স্বাস্থ্যতে একত্রীকরণ

আন্দোলনের সময় রামপুরায় ২৫ মার্চের মতো হত্যাযজ্ঞ চালানো হয়: চিফ প্রসিকিউটর

লুট হওয়া অস্ত্র নির্বাচনের আগে উদ্ধারের তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা: প্রেস সচিব

সাবেক গভর্নর ড. আতিউরসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চানখাঁরপুলে ৬ হত্যা মামলার রায় আজ হচ্ছে না, নতুন তারিখ ২৬ জানুয়ারি

মানবতাবিরোধী অপরাধ: চানখাঁরপুলে ৬ শিক্ষার্থী হত্যা মামলার রায় আজ

৫৯ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

সংসদ ও গণভোটকে সামনে রেখে ইসির নতুন কর্মপরিকল্পনা

নারায়ণগঞ্জে হত্যাকাণ্ডের মামলায় শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল