হোম > জাতীয়

বাংলাদেশে গণতন্ত্র এগিয়ে নিতে সরকারের পদক্ষেপ তুলে ধরলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশে গণতন্ত্র এগিয়ে নেওয়া ও শক্তিশালি করার বিস্তারিত ‘কমিউনিটি অব ডেমোক্রেসিস’ এর মন্ত্রীদের বৈঠকে তুলে ধরলেন যুক্তরাষ্ট্র সফররত পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম। বুধবার যুক্তরাষ্ট্রে কমিউনিটি অব ডেমোক্রেসিস এর মন্ত্রীদের বৈঠকে অংশ নেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, বুধবার কমিউনিটি অব ডেমোক্রেসিস এর মন্ত্রীদের বৈঠকে যোগ দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ায় আলম। বৈঠকে যোগ দিয়ে বাংলাদেশ কীভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা, সামনে এগিয়ে নেওয়া ও শক্তিশালি করছে তার বিস্তারিত বলেন তিনি। গণতন্ত্রের জন্য সমতা ও অন্তর্ভূক্তিমূলক প্রয়োজনীয়তার ওপর জোর দেন এম শাহরিয়ার আলম। এ ক্ষেত্রে বৈশ্বিক আইনের শাসনকে শক্তিশালি করা ও বহুপাক্ষিকতা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকার বিষয়টি তুলে ধরেন তিনি।

যুক্তরাষ্ট্র সফররত পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম কিছু ভুটান, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কার মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এ ছাড়া তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরের ডেপুটি সেক্রেটারি উয়েন্ডি শেরম্যানের সঙ্গেও বৈঠক করেন। এ সময়ে যুক্তরাষ্ট্রের কাছে পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার চেয়েছেন এম শাহরিয়ার আলম। বৈঠকে বাংলাদেশে মার্কিন বিনিয়োগের আমন্ত্রণ জানান। সেই সঙ্গে জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশ ও অন্যান্য ক্ষতিগ্রস্ত দেশগুলোর ওপর প্রভাবের বিষয়টি তুলে ধরেন। বৈঠকে রোহিঙ্গা সংকটের বিষয়টি তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে নিরাপদ, সন্মানের সঙ্গে টেকসই প্রত্যাবাসনে জরুরি ভিত্তিতে পদক্ষেপের জন্য আহ্বান জানান তিনি। দ্বিপক্ষীয় বিষয়ে যুক্তরাষ্ট্রে বসবাসরত বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরত দেওয়া নিয়ে কথা বলেন তিনি।

উয়েন্ডি শেরম্যানকে আবারও বাংলাদেশ সফরের আহ্বান জানান এম শাহরিয়ার আলম। সামনের দিনগুলোতে বাংলাদেশের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার নিশ্চয়তা দেন উয়েন্ডি শেরম্যান। বৈঠকে দক্ষিণ ও মধ্য এশিয়ার নতুন নিয়োগপ্রাপ্ত অ্যাসিসটেন্ট সেক্রেটারি ডোনাল্ড লুকে অভিনন্দন জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

জঙ্গল সলিমপুরে ‘কম্বাইন্ড অপারেশন’ চালানো হবে: প্রেস সচিব

৪ নতুন থানা স্থাপন ও মহিলা-শিশু মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের অনুমোদন

বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির বৈঠক

স্বাস্থ্যতে একীভূত হচ্ছে দুই বিভাগ, ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত সাতক্ষীরা জেলা

আন্দোলনের সময় রামপুরায় ২৫ মার্চের মতো হত্যাযজ্ঞ চালানো হয়: চিফ প্রসিকিউটর

লুট হওয়া অস্ত্র নির্বাচনের আগে উদ্ধারের তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা: প্রেস সচিব

সাবেক গভর্নর ড. আতিউরসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চানখাঁরপুলে ৬ হত্যা মামলার রায় আজ হচ্ছে না, নতুন তারিখ ২৬ জানুয়ারি

মানবতাবিরোধী অপরাধ: চানখাঁরপুলে ৬ শিক্ষার্থী হত্যা মামলার রায় আজ

৫৯ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা