সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বক্তব্যে রাষ্ট্র সংক্ষুব্ধ নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটি জানান আসাদুজ্জামান খান কামাল।
সাবেক প্রতিমন্ত্রী মুরাদের বক্তব্যের বিরুদ্ধে রাষ্ট্র আইসিটি আইনে মামলা করতে পারত কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘কেউ সংক্ষুব্ধ হলে তার অধিকার রয়েছে, সে মামলা করবে। আমার কাছে জিজ্ঞাসা করছেন কেন? আপনি যদি সংক্ষুব্ধ হন, আপনি মামলা করবেন।’
এমন ক্ষেত্রে আইসিটি আইনে রাষ্ট্র অনেকের ক্ষেত্রেই মামলা করেছে, এ কথার জবাবে আসাদুজ্জামান খান বলেন, ‘কেন, রাষ্ট্র মামলা করবে কেন? রাষ্ট্র তো সংক্ষুব্ধ নয়।’