ভারত-পাকিস্তান যুদ্ধকে কেন্দ্র করে বাংলাদেশের সীমান্তবর্তী জেলার পুলিশ সুপারদের (এসপি) সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
আজ বুধবার বিকেলে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর।
ইনামুল হক সাগর বলেন, বাংলাদেশের দুইটি দেশের সঙ্গে সীমান্তবর্তী জেলা আছে। ভারতের সঙ্গে এবং তিনটি হলো মিয়ানমারের সঙ্গে। সীমান্তবর্তী এই জেলাগুলোর পুলিশ সুপারদেরকে সতর্ক করা হয়েছে যাতে জঙ্গি বা সন্ত্রাসীদের কোনো ধরনের অনুপ্রবেশ না হয়।
এদিকে গত দুই সপ্তাহ ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা চলছিল তা গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ভারত-পাকিস্তানে সরাসরি হামলার মাধ্যমে যুদ্ধে রূপ নেয়। এতে পার্শ্ববতী দেশ হিসেবে বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়, কোনো জঙ্গি বা সন্ত্রাসীরা যেন দেশে প্রবেশ করতে না পারে সে জন্য সীমান্ত জেলাগুলোর পুলিশ সুপারদের সতর্ক করা হয়েছে।