সদ্য শূন্য হওয়া নেত্রকোনা-৪ আসনে আগামী ২ সেপ্টেম্বর উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আজ রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।
সচিব বলেন, ‘নেত্রকোনা-৪ আসনের উপনির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন ২৪ জুলাই। মনোনয়ন বাছাই ২৫ জুলাই, আপিল দায়ের ২৬ থেকে ২৮ জুলাই। আপিল নিষ্পত্তি ২৯ থেকে ৩০ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৩১ জুলাই। প্রতীক বরাদ্দ ১ আগস্ট এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২ সেপ্টেম্বর।’
সচিব জাহাংগীর আলম আরও বলেন, ‘এই আসনের উপনির্বাচনে ব্যালট পেপারের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।’
উল্লেখ্য, গত ১১ জুলাই এই আসনের সংসদ সদস্য বেগম রেবেকা মমিনের মৃত্যুতে আসনটি শূন্য হয়।