হোম > জাতীয়

আদালত চাইলে শেখ হাসিনাকে ফেরত আনার চেষ্টা করা হবে: পররাষ্ট্র উপদেষ্টা

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

আদালতের নির্দেশ পাওয়া গেলে ছাত্র–জনতার আন্দোলনের মুখে দেশ ত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মো. তৌহিদ হোসেন বলেন, ‘যদি দেশের আইন-আদালত আমাকে বলে যে তাঁকে (শেখ হাসিনাকে) ফেরত আনার জন্য ব্যবস্থা করার জন্য, তাহলে সে ব্যবস্থা করার চেষ্টা করব।’

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ভারত ফেরত দেবে কি না, সেটা তাদের ব্যাপার। তাদের সঙ্গে আমাদের চুক্তি আছে, সে অনুযায়ী ভারত চাইলে ফেরত দিতে পারার কথা। কিন্তু সে দেশেও আইনি প্রক্রিয়া থাকে। আইনি প্রক্রিয়া অনুযায়ীই ফেরত আনার চেষ্টা করতে হবে।’

প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করে শেখ হাসিনা গত ৫ আগস্ট আকস্মিকভাবে দিল্লি চলে যান। লাল পাসপোর্ট বাতিল হওয়ার পর এখন শেখ হাসিনা ঠিক কীভাবে ভারতে আছেন—এ প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এ বিষয়ে ভারতের কাছে জানতে চাইতে হবে। তারা বলতে পারবে কোন স্ট্যাটাসে শেখ হাসিনা ভারতে আছেন।’ 

বাংলাদেশে ভারতীয় প্রকল্পের কাজ বন্ধ রয়েছে বিষয়টি পররাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘এটা তো অনস্বীকার্য, যেকোনো বিপ্লবী কর্মকাণ্ডের পরে একটু অস্থিরতা থাকতেই পারে। এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটু সমস্যা ছিল। সেটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসা গেছে। এখন আস্তে আস্তে সব স্বাভাবিক হয়ে আসবে।’ 

ভারতীয়রাও আসবেন, এমনটা উল্লেখ করে তিনি বলেন, ‘যে প্রকল্পগুলো চলমান আছে, সেগুলো তো শেষ করতে হবে। তাঁরা মনে হয় ভারতীয়রা একধরনের ভীতির মধ্যে আছেন। এ ভীতি থেকে তাঁরা নিশ্চয়ই বেরিয়ে আসতে পারবেন।’ 

ভারতের সঙ্গে হওয়া বিগত সরকারের সময়ে করা সমঝোতা স্মারক বর্তমান সরকার পুনর্বিবেচনা করবে কি না এ বিষয়ে তিনি বলেন, ‘এমওইউ চূড়ান্ত চুক্তি না। কাজেই এখানে আমাদের স্বার্থ সুরক্ষিত হয়েছে কি না, সেটি সরকার দেখতেই পারে। দেশের স্বার্থ রক্ষা করে যা করা দরকার, সরকার তাই করবে।’ 

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা যাচ্ছেন কি না, এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাচ্ছেন, সেটার সিদ্ধান্ত হয়েছে। তবে তিনি খুব সংক্ষিপ্ত সফর করে চলে আসবেন। 

আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এ অধিবেশন শুরু হচ্ছে।

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ডিসেম্বরে ১৫৫ কোটি টাকার বেশি চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি

বিটিএমসির বিরুদ্ধে ৪৫ কোটি টাকার যন্ত্রপাতি ১২ লাখে বিক্রির অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু

সাবেক পুলিশ কর্মকর্তা হামিদুল আলম ও স্বজনদের বিরুদ্ধে দুদকের দুই মামলা

‘হত্যাচেষ্টার’ শিকারদের খোঁজ মেলেনি, শেখ হাসিনা ও জয়সহ ১১৩ আসামির অব্যাহতি চায় পিবিআই

দ্বৈত নাগরিকত্ব: চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থীর আপিল নামঞ্জুর