নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আসন্ন আমন মৌসুমে সরকার ৮ লাখ টন ধান, চাল সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে। আজ মঙ্গলবার বাংলাদেশ সচিবালয় অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধান কমিটির সভা এ সিদ্ধান্ত নেওয়া হয়।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানান, পাঁচ লাখ মেট্রিক টন ধান এবং তিন লাখ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। প্রতি কেজি চালের দাম ৪২ টাকা ও ধানের কেজি ২৮ টাকায় কেনা হবে। আগামী ১০ নভেম্বর থেকে চাল ধান কেনা শুরু হচ্ছে।
খাদ্যমন্ত্রী জানান লক্ষ্যমাত্রা পূরণ না হলে আমদানি করে হলেও চালের এ মজুত গড়ে তোলা হবে।