হোম > জাতীয়

৫৭ সেকেন্ডে ৪৩ ব্যালটে সিল ছাত্রলীগ নেতার: তদন্ত করবে ইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এই বিষয়টি তদন্ত করতে লক্ষ্মীপুর জেলা নির্বাচন কর্মকর্তাকে বলা হয়েছে। সোমবার এই উপনির্বাচনের রিটার্নিং অফিসার ও কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এই সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়। 

গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বরাত দিয়ে এবং এই সংক্রান্ত ভিডিওর সিডি সংযুক্ত করে এই সংক্রান্ত নির্দেশনায়, সংশ্লিষ্ট ভোটকেন্দ্র চিহ্নিত করে সেখানে নিয়োজিত সব ভোটগ্রহণ কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট অন্যান্যদের বক্তব্য নিয়ে তদন্ত করে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়। 

ভাইরাল হওয়া ভিডিওতে ছাত্রলীগের সাবেক এক নেতাকে সিল মারতে দেখা গেছে। তাঁর নাম আজাদ হোসেন। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সহসভাপতি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সম্প্রতি তাঁকে বহিষ্কার করে জেলা ছাত্রলীগ। 

সোমবার নৌকা প্রতীকে সিল মারার ৫৭ সেকেন্ডের একটি ভিডিওতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, ভোটকেন্দ্রে ওই নেতা একাধিক ব্যালট পেপারে নৌকা প্রতীকে সিল মারছেন। তিনি ৫৭ সেকেন্ডে ৪৩টি ব্যালটের নৌকা প্রতীকে সিল মেরেছেন। 

আজ সকালে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে শুরু হয় সমালোচনার ঝড়। সিল মারার সময় আজাদ হোসেনকে সহযোগিতা করেন নৌকা মার্কার আরও এক কর্মী। 

গতকাল রোববার লক্ষ্মীপুর-৩ (সদর) সংসদীয় আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন চলাকালীন কোনো একসময় চন্দ্রগঞ্জ থানার দিঘলী ইউনিয়নের দক্ষিণ খাগুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। ফেসবুকে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, ভোটকক্ষের ভেতরে প্রকাশ্যে একটি বইয়ের একাধিক ব্যালটে সিল মারছেন আজাদ হোসেন। রাতে ভোট গণনা শেষে বিজয়ী হন আওয়ামী লীগের প্রার্থী গোলাম ফারুক পিংকু। পরে আজাদ হোসেন বিজয়ী গোলাম ফারুক পিংকুকে বাগবাড়ির বাসায় ফুল দিয়ে শুভেচ্ছা জানান। 

জানা গেছে, লক্ষ্মীপুর-৩ (সদর) সংসদীয় আসনের উপনির্বাচনের ১ লাখ ২০ হাজার ৫৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী গোলাম ফারুক পিংকু।

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশের খসড়া প্রস্তুত: আসিফ নজরুল

সাবেক এমপি ফাহমী গোলন্দাজের ১৬ একর জমি ও দুটি ফ্ল্যাট ক্রোকের নির্দেশ

রামগড় স্থলবন্দর প্রকল্পে পাহাড় কাটার অভিযোগ, তদন্তের নির্দেশ

১০৪টি দেশের ৭ লাখ প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১৪ জানুয়ারি

ইসিতে সমন্বয় সেল চালু, ফোনেও জানানো যাবে অভিযোগ

নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী, পাতানো নির্বাচন হবে না: সিইসি

জাতীয় সংসদ নির্বাচনে কোটিপতি প্রার্থী ৫০১ জন

বিদ্যুৎ ও জ্বালানি গবেষণায় পৃথক ইনস্টিটিউশন তৈরির নির্দেশ প্রধান উপদেষ্টার

পাকিস্তানের আকাশসীমায় অসুস্থ হয়ে বিমানের যাত্রীর মৃত্যু, জরুরি অবতরণ না করে তদন্তের মুখে পাইলট