হোম > জাতীয়

বৃহস্পতিবার থেকে শিশুদের পরীক্ষামূলক টিকাদান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কোভিড টিকার আওতায় ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের কোভিড টিকার আওতায় আনা হচ্ছে। পরীক্ষামূলকভাবে বৃহস্পতিবার মানিকগঞ্জের দুটি স্কুলের শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হবে। মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে দুটি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে প্রথম দিনের পরীক্ষামূলক টিকা প্রদান করা হবে।

আজ বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম।

সংবাদ সম্মেলনে ডা. এবিএম খুরশীদ আলম বলেন, 'প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বেলা ১২টায় মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজে এই টিকার 'টেস্ট রান' শুরু করব। প্রাথমিকভাবে দুটি সরকারি স্কুলের ১২ থেকে ১৭ বছরের ছেলেমেয়েদের বেছে নিয়েছি। তাঁদের ফাইজারের টিকা দেওয়া হবে।'

এসব শিশুদের টিকা দেওয়ার পর ১০ থেকে ১২ দিন পর্যবেক্ষণে রাখা হবে। টিকা গ্রহীতাদের শরীরে কোন ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা না দিলে ঢাকার মধ্যে বড় পরিসরে শিশুদের মধ্যে টিকা দান কার্যক্রম শুরু করা হবে। তখন এই কার্যক্রমের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষামন্ত্রী এবং শিক্ষাসচিবসহ অন্যান্য যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, তারাও সংযুক্ত হবেন বলে আশা প্রকাশ করেছেন স্বাস্থ্যের মহাপরিচালক।

প্রাথমিকভাবে ৫০ থেকে ১০০ জন শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে।

নিকাব নিয়ে ‎বিএনপি নেতা মোশাররফের বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রী সংস্থার মানববন্ধন

দেশজুড়ে মবের প্রতিবাদে ‘গণমাধ্যম সম্মিলন’ ডাকল নোয়াব ও সম্পাদক পরিষদ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ৯২ বার

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

নিখোঁজ শিশু উদ্ধারে ‘মুন অ্যালার্ট’ ও হেল্পলাইন চালু

প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনা-টিউলিপের রায় ২ ফেব্রুয়ারি

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

সীমান্তে গুলিতে শিশু আহত: মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করল পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে শরিয়াহভিত্তিক ঋণ পাবেন প্রবাসীরা

নির্বাচনী দায়িত্ব: ভোটে ভয় পাচ্ছে পুলিশ