বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সহযোগিতা জোরদারে ওয়াশিংটনে দুই দেশের মধ্যে নিরাপত্তা সংলাপ শুরু হয়েছে। বুধবার ওয়াশিংটন সময় সকাল ৯টায় দেশটির স্টেট ডিপার্টমেন্টে এ সংলাপ শুরু হয়।
এই অষ্টম নিরাপত্তা সংলাপে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক নিরাপত্তা বিভাগের আন্ডার সেক্রেটারি বনি জেনকিংস ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন যথাক্রমে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দ্বিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতার বিভিন্ন বিষয় এবং গত বছরের ১০ ডিসেম্বর ২০২১ তারিখে বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রসঙ্গে এ বৈঠকে আলোচনা হবে।