হোম > জাতীয়

শেষ হলো বিমানের প্রি-হজ ফ্লাইট, সৌদি গেলেন ৪১৯০২ হজযাত্রী

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

ফাইল ছবি

পবিত্র হজ ২০২৫ উপলক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রি-হজ ফ্লাইট কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। এ বছর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১০৮টি ফ্লাইটে ৪১ হাজার ৯০২ জন হজযাত্রী সৌদি আরবে গেলেন।

গত ৩১ মে ফ্লাইট বিজি ৩৩৫ সফলভাবে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ. বি. এম. রওশন কবীর।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শুধু নিজেদের ফ্লাইট পরিচালনাই নয়, বিমান বাংলাদেশ এয়ারলাইনস গ্রাউন্ড হ্যান্ডলার হিসেবে সৌদি এয়ারলাইনস ও ফ্লাইনাস এয়ারলাইনসের হজ ফ্লাইটেও অত্যন্ত যত্নের সঙ্গে প্রয়োজনীয় সেবা প্রদান করেছে।

প্রসঙ্গত, গত ২৯ এপ্রিল থেকে প্রি-হজ ফ্লাইট কার্যক্রম শুরু হয়। হজযাত্রীদের সেবা দিতে আশকোনার হজ ক্যাম্প, চট্টগ্রাম এবং সিলেট থেকে কার্যক্রম পরিচালনা করেছে বিমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রি-হজ ফ্লাইটের সফল সমাপ্তির পর, এখন পোস্ট-হজ ফ্লাইট পরিচালনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনস প্রস্তুত রয়েছে। এই ফ্লাইট কার্যক্রম ১০ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত চলবে, যেখানে সৌদি আরব থেকে হজ সম্পন্ন করে ফেরা যাত্রীদের নিরাপদ, সুশৃঙ্খল ও সময়মতো দেশে ফেরানোর জন্য নিরলসভাবে কাজ করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করতে মানুষের ঢল

খালেদা জিয়াকে চিরবিদায় জানাতে আসবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা

খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার

প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: আসিফ নজরুল

খালেদা জিয়ার জানাজা-দাফনে মোতায়েন থাকবেন ১০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াবের শোক

আবারও বাড়ল পোস্টাল ভোটের নিবন্ধনের সময়

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন