হোম > জাতীয়

অনন্ত জলিলের নির্মাণাধীন ভবনে ডেঙ্গুর লার্ভা, প্রকৌশলীকে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে অভিনেতা অনন্ত জলিলের নির্মাণাধীন ভবনে ডেঙ্গুর লার্ভা পাওয়ায় দায়িত্বরত প্রকৌশলীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুর ইকবাল রোড, উদয়াচল পার্ক ও খেলার মাঠ সংলগ্ন এলাকায় ডিএনসিসির দশ দিনব্যাপী মশক নিধনে চিরুনি অভিযানের শুরুর দিনে এ সাজা দেওয়া হয়।
এ ছাড়া এডিস মশার প্রজনন স্থল ও লার্ভা পাওয়ায় ইকবাল রোডে ডম–ইনো রিয়েল স্টেট কে নগদ তিন লক্ষ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডেই একযোগে শুরু করা হয়েছে চিরুনি অভিযান। নগরবাসীকে সচেতন এবং এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করার লক্ষ্যে দশ দিনব্যাপী এ চিরুনি অভিযান চলবে।

মেয়র বলেন, করোনাকালে যাতে ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় কারও মৃত্যু না হয় সে জন্য ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সকলকে সতর্ক থাকতে হবে। নিজেদের বাসাবাড়িতে ফুলের টব, ছাদ কিংবা অন্য কিছুতে যাতে তিন দিনের বেশি পানি জমে না থাকে সে বিষয়ে খেয়াল রাখতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এডিস মশার বংশ বিস্তার রোধ করা সম্ভব। এ জন্য তিন দিনে একদিন জমা পানি ফেলে দেওয়ার আহ্বান জানান মেয়র।

এ সময় তিনি সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং বেশ কয়েকটি বাসাবাড়ি পরিদর্শন করেন। পরিদর্শনকালে যে সকল বাসাবাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে সেগুলোতে স্টিকার লাগিয়ে দেন।

নগরীর জলাবদ্ধতা বিষয়ে এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, আসন্ন বর্ষা মৌসুমে নগরবাসীকে জলাবদ্ধতা থেকে পরিত্রাণ দেওয়ার লক্ষ্যে ওয়াসা থেকে হস্তান্তরিত খাল ও স্টর্ম স্যুয়ারেজ লাইন পরিষ্কার করা হচ্ছে। করোনা মহামারিকালে স্বাভাবিক পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি খাল ও জলাশয় পরিষ্কার কার্যক্রম অব্যাহত রয়েছে।'

উদ্বোধনী অভিযান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক বেনজীর আহমেদ, অভিনেতা ফেরদৌস আহমেদ।

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

ইউনূস-টুর্ক ফোনালাপ: নির্বাচনে ভুয়া তথ্য ঠেকাতে সহায়তার আশ্বাস

জামায়াত আমিরের নিরাপত্তায় অস্ত্রধারী দেহরক্ষী, বাসভবনে পুলিশ

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১০০৮ শিশুর: রোড সেফটি ফাউন্ডেশন

উত্তরায় গ্যাস সরবরাহ বন্ধ, কারণ জানাল তিতাস

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন

৭টি দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩২৮টি অ্যাপার্টমেন্ট-বাড়ি-দোকান, কোন দেশে কত

বিজয় দিবসে প্যারাস্যুট জাম্প: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নতুন অর্জন

বিদেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৮২৪ কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ

নিকাব নিয়ে ‎বিএনপি নেতা মোশাররফের বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রী সংস্থার মানববন্ধন