হোম > জাতীয়

তথ্য আপারা সরকারকে ব্ল্যাকমেইল করছে: উপদেষ্টা শারমীন মুরশিদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ফাইল ছবি

আন্দোলনরত ‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীরা সরকারকে ‘ব্ল্যাকমেইল’ করছেন বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বেইলি রোডে জাতীয় মহিলা সংস্থার সম্মেলন কক্ষে আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনাকালে তিনি এমন মন্তব্য করেন।

তথ্য আপাদের উদ্দেশে উপদেষ্টা বলেন, ‘তোমরা যে সরকারের থেকে এত সাহায্য চাইছো, সেই সরকারকে বিব্রত করা থেকে শুরু করে, কোণঠাসা করা, ব্ল্যাকমেইল করা— সবই করছো। এটাকে বলে ব্ল্যাকমেইল।’

উপদেষ্টা তথ্য আপাদের বলেন, প্রকল্পের মেয়াদ এক বছর বৃদ্ধির চেষ্টা চলছে। তারা এখনো বেকার হয়নি। আলোচনার দরজা খোলা আছে। তারপরেও রাস্তায় দিনের পর দিন আন্দোলন করার ফলে সরকার বিব্রত হচ্ছে। এই আন্দোলনে বিগত সরকারের সুবিধাভোগী অনেকে ঢুকে পড়েছে, যারা সরকারকে হয়রানি করতে চাচ্ছে। আন্দোলনকে রাজনীতিকরণ করা হচ্ছে বলে অভিযোগ করেন উপদেষ্টা।

তথ্য আপাদের দুই দফা দাবির বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এই প্রতিশ্রুতি (রাজস্বখাতে পদ সৃষ্টি করে স্থায়ীকরণ) আমি দিতে পারি না। এর সঙ্গে অনেকগুলো মন্ত্রণালয় জড়িত। এটা সময়সাপেক্ষ ব্যাপার।’

আন্দোলন প্রত্যাহার করার অনুরোধ জানিয়ে শারমীন মুরশিদ বলেন, ‘তোমরা রাস্তায় থেকো না। আমি অনুরোধ করছি।’

চাকরির বিধি বিধান মেনে চলার বিষয়ে সতর্ক করেন উপদেষ্টা। তিনি বলেন, ‘রিজাইন করার একটা প্রক্রিয়া আছে, জয়েন করারও প্রক্রিয়া আছে, না বলে বাইরে থাকারও একটা প্রক্রিয়া আছে। তোমরা নিয়মের মধ্যে আসবে, আইনের মধ্যে আসবে, ডিসিপ্লিনের মধ্যে আসবে। এটা যদি করতে না পারো তোমাদের সাথে আমার আর কোনো কথা নেই।’

আলোচনায় অংশ নেওয়া তথ্য আপা প্রকল্পের প্রতিনিধি সঙ্গীতা সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘উপদেষ্টা আমাদের আলোচনায় ডেকে তার সিদ্ধান্ত আমাদের ওপর চাপিয়ে দিয়ে বিদায় করেছেন। তিনি জানিয়েছেন, প্রকল্পের মেয়াদ বৃদ্ধির চেষ্টা চলছে। কিন্তু তিনি কোনো নিশ্চয়তা দেননি। আমরা ২৩ দিন ধরে রাস্তায়। আমাদের দুই দফা দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে।’

আলোচনাকালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং তথ্য আপা প্রকল্পের দায়িত্বপ্রাপ্তরা উপস্থিত ছিলেন।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয় ‘তথ্য আপা’ প্রকল্প। জাতীয় মহিলা সংস্থা এই প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা। দেশের ৪৯২ উপজেলায় পরিচালিত এই প্রকল্পের মেয়াদ আগামী ৩০ জুন শেষ হওয়ার কথা রয়েছে। প্রকল্পের মেয়াদ বৃদ্ধি না হলে চলতি মাসের পর প্রকল্পের কর্মীরা বেকার হয়ে পড়বেন। চাকরির স্থায়ী সমাধান চেয়ে গত ২৮ মে থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান করছেন তথ্য আপারা। বিএনপি, এনসিপি, গণসংহতি আন্দোলন, এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তথ্য আপাদের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। তথ্য আপাদের দুই দফা দাবি হলো-চাকরি রাজস্ব খাতে স্থানান্তর এবং কেটে নেওয়া বেতন ফিরিয়ে দেওয়া।

বড় নেতার সম্পদ কম

সামাজিক মাধ্যমে নির্বাচনী প্রচার: মানতে হবে এআই ব্যবহারসহ ৭টি বিধি

হাদি হত্যায় অভিযুক্তের ১৭টি সক্রিয় সিম পাওয়া গেছে: মন্ত্রণালয়

খালেদা জিয়ার মৃত্যুতে জয়শঙ্করের সফরে ‘রাজনীতি’ না খোঁজাই ভালো, আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে আরশাদুর রউফ

স্ত্রীসহ সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব সরকারের ২৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু: তদন্ত প্রতিবেদনে যা আছে

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

পদত্যাগের দুদিন পর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান

জনসমক্ষে ধূমপানে জরিমানা ২০০০ টাকা, অধ্যাদেশ কার্যকর