হোম > জাতীয়

জমে উঠেছে ডিজিটাল পশুহাট: প্রাণিসম্পদ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা


ডিজিটাল পশুহাট জমে উঠেছে। ধীরে ধীরে এটি জনপ্রিয় হচ্ছে। এ পর্যন্ত ডিজিটাল হাটে ১ লাখ ৮৪ হাজার গরু বিক্রি হয়েছে। যার মূল্য ১ হাজার ৩২৮ কোটি টাকা। আজ বুধবার সচিবালয়ে ডিজিটাল হাটে কোরবানির পশু বিক্রি ও ব্যবস্থাপনা বিষয়ক অনলাইন সেমিনারে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এসব কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, ‘এ বছর কোরবানির মোট পশুর ২৫ শতাংশ ডিজিটাল হাটে বিক্রি হবে। এই হাটে পশু বিক্রি করলে কোন হাসিল দিতে হবে না। কেউ জোর করে হাসিল নিলে তা চাঁদাবাজি হিসেবে গণ্য হবে। ফৌজদারি অপরাধ হিসেবে তাঁকে আইনের আওতায় আনা হবে। কৃষকদের কোন প্রকার হয়রানি করা হলে স্থানীয় জেলা প্রশাসন ও জেলা পুলিশকে তাৎক্ষণিক আইনি সেবা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

শ ম রেজাউল করিম বলেন, ‘অনলাইন পদ্ধতিতে বিক্রি হওয়া কোরবানির পশু পরিবহনে প্রমাণাদি থাকার পরও হয়রানি করা হলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ 

এ বছর কোরবানির জন্য ১ কোটি ১৯ লাখ পশু সারা দেশে প্রস্তুত আছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘পাশের দেশ থেকে বাংলাদেশের বাজারে কোরবানির পশু ঢুকতে দেওয়া হবে না। সীমান্তবর্তী এলাকার প্রশাসনকে নির্দেশনা দেওয়া আছে। আগামী দিনে পশু উৎপাদনে বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করতে হলে বাইরের দেশের পশু আসা ঠেকাতেই হবে।’ 

সেমিনারে মন্ত্রণালয়ের বিভিন্ন জেলা ও থানা কর্মকর্তা, সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও পুলিশ সুপার, ই-কমার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা অংশ নেন।   

ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন