হোম > জাতীয়

জমে উঠেছে ডিজিটাল পশুহাট: প্রাণিসম্পদ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা


ডিজিটাল পশুহাট জমে উঠেছে। ধীরে ধীরে এটি জনপ্রিয় হচ্ছে। এ পর্যন্ত ডিজিটাল হাটে ১ লাখ ৮৪ হাজার গরু বিক্রি হয়েছে। যার মূল্য ১ হাজার ৩২৮ কোটি টাকা। আজ বুধবার সচিবালয়ে ডিজিটাল হাটে কোরবানির পশু বিক্রি ও ব্যবস্থাপনা বিষয়ক অনলাইন সেমিনারে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এসব কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, ‘এ বছর কোরবানির মোট পশুর ২৫ শতাংশ ডিজিটাল হাটে বিক্রি হবে। এই হাটে পশু বিক্রি করলে কোন হাসিল দিতে হবে না। কেউ জোর করে হাসিল নিলে তা চাঁদাবাজি হিসেবে গণ্য হবে। ফৌজদারি অপরাধ হিসেবে তাঁকে আইনের আওতায় আনা হবে। কৃষকদের কোন প্রকার হয়রানি করা হলে স্থানীয় জেলা প্রশাসন ও জেলা পুলিশকে তাৎক্ষণিক আইনি সেবা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

শ ম রেজাউল করিম বলেন, ‘অনলাইন পদ্ধতিতে বিক্রি হওয়া কোরবানির পশু পরিবহনে প্রমাণাদি থাকার পরও হয়রানি করা হলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ 

এ বছর কোরবানির জন্য ১ কোটি ১৯ লাখ পশু সারা দেশে প্রস্তুত আছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘পাশের দেশ থেকে বাংলাদেশের বাজারে কোরবানির পশু ঢুকতে দেওয়া হবে না। সীমান্তবর্তী এলাকার প্রশাসনকে নির্দেশনা দেওয়া আছে। আগামী দিনে পশু উৎপাদনে বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করতে হলে বাইরের দেশের পশু আসা ঠেকাতেই হবে।’ 

সেমিনারে মন্ত্রণালয়ের বিভিন্ন জেলা ও থানা কর্মকর্তা, সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও পুলিশ সুপার, ই-কমার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা অংশ নেন।   

দুদকের তদন্ত: ৭ দেশে জাবেদের আরও ৬১৫ সম্পদের সন্ধান

রক্তসাগর পাড়ি দিয়ে পুব আকাশে স্বাধীনতার সূর্য

ত্যাগ, বীরত্ব আর গৌরবের জ্বলন্ত সাক্ষী মুক্তিযুদ্ধ জাদুঘর

নতুন প্রত্যাশা জাতির মনে

প্রস্তাবিত পুলিশ কমিশন অধ্যাদেশ হবে অর্থহীন ও আত্মঘাতী: টিআইবি

ডেভিল হান্ট ২: দুই দিনে গ্রেপ্তার সহস্রাধিক, অস্ত্র উদ্ধার ৬

জাতীয়-ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানে নির্বাচনী বিধি মানার নির্দেশ ইসির

‘হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা’—সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল ইসি

লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর নির্দেশ কেন দেওয়া হবে না—জানতে চেয়ে রুল

বিজয় দিবসে বঙ্গভবনের আশপাশের সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির