হোম > জাতীয়

সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আলটিমেটাম

ঢাবি প্রতিনিধি

অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন–সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার করার বিষয়ে নীতিগত কোনো সিদ্ধান্ত দৃশ্যমান না হওয়ায় আগামী ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতিতে যাওয়া ঘোষণা দিয়েছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। দাবি পূরণ না হলে এ কর্মসূচি পালন করা হবে বলে জানান বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম। 

পেনশন স্কিম বাতিলের দাবি জানিয়ে দীর্ঘদিন ধরে নিয়মতান্ত্রিকভাবে মানববন্ধন, অবস্থান কর্মসূচি, কর্মবিরতি ও সমাবেশ করে আসছে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। 

অধ্যাপক আখতারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ২৫, ২৬ ও ২৭ জুন অর্ধদিবস কর্মবিরতি পালন করা হবে। ৩০ জুন পূর্ণ কর্মদিবস পালন করা হবে। তবে এ সময় পরীক্ষা ও পরীক্ষাসংক্রান্ত কাজ কর্মবিরতির আওতামুক্ত থাকবে। পাশাপাশি সে সময় ১২টা থেকে ১টা পর্যন্ত সব বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি থাকবে।’ 

তিনি আরও বলেন, ‘আমরা প্রতিদিন অপেক্ষা করব, সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা আসে কি না। আমরা চাইব, তত দিনে পেনশন স্কিম বাতিল করা হোক। যদি সেটা না হয়, ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি চলবে। কোনো শিক্ষক ক্লাস, পরীক্ষা নেবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত এটা চলবে।’

জাতীয় সংসদ নির্বাচন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় প্রার্থীরা

সাম্য-ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক দেশ গড়ার শপথ

বিজয় দিবসে উদীচীসহ তিন সংগঠনের পতাকা মিছিল ও মুক্তির গান

বিজয়ের দিনে বর্ণিল সাজে লাল–সবুজের দেশ

বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা

গুলশানে ‘ফেলানী অ্যাভিনিউ’ উদ্বোধন করলেন উপদেষ্টা আদিলুর রহমান

নির্বাচনের আগে ফিরে আসতেই পলাতকদের চোরাগোপ্তা হামলা— সতর্ক করলেন প্রধান উপদেষ্টা

ভোট দেশকে এগিয়ে নেওয়ার চাকা, এটি কাউকে চুরি করতে দেবেন না: প্রধান উপদেষ্টা

গণভোটে আপনারা হ্যাঁ/না ভোটের মাধ্যমে সংস্কারের পক্ষে বা বিপক্ষে মতামত দিন: প্রধান উপদেষ্টা

মহান বিজয় দিবসে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা