হোম > জাতীয়

সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আলটিমেটাম

ঢাবি প্রতিনিধি

অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন–সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার করার বিষয়ে নীতিগত কোনো সিদ্ধান্ত দৃশ্যমান না হওয়ায় আগামী ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতিতে যাওয়া ঘোষণা দিয়েছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। দাবি পূরণ না হলে এ কর্মসূচি পালন করা হবে বলে জানান বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম। 

পেনশন স্কিম বাতিলের দাবি জানিয়ে দীর্ঘদিন ধরে নিয়মতান্ত্রিকভাবে মানববন্ধন, অবস্থান কর্মসূচি, কর্মবিরতি ও সমাবেশ করে আসছে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। 

অধ্যাপক আখতারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ২৫, ২৬ ও ২৭ জুন অর্ধদিবস কর্মবিরতি পালন করা হবে। ৩০ জুন পূর্ণ কর্মদিবস পালন করা হবে। তবে এ সময় পরীক্ষা ও পরীক্ষাসংক্রান্ত কাজ কর্মবিরতির আওতামুক্ত থাকবে। পাশাপাশি সে সময় ১২টা থেকে ১টা পর্যন্ত সব বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি থাকবে।’ 

তিনি আরও বলেন, ‘আমরা প্রতিদিন অপেক্ষা করব, সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা আসে কি না। আমরা চাইব, তত দিনে পেনশন স্কিম বাতিল করা হোক। যদি সেটা না হয়, ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি চলবে। কোনো শিক্ষক ক্লাস, পরীক্ষা নেবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত এটা চলবে।’

নির্ধারিত সময়ে নির্বাচন হবে—দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন দূতকে প্রধান উপদেষ্টা

হিন্দুত্ববাদী বিক্ষোভের মুখে শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্র বন্ধ

‎পুলিশ সদর দপ্তরে ৬ ডিআইজিকে রদবদল

আগামী জুনের মধ্যে মূল্যস্ফীতি ৭ শতাংশের নিচে নামার আশা সরকারের

এবার দিল্লি ও আগরতলায় ভিসা কার্যক্রম ‘সাময়িক বন্ধ’ করল বাংলাদেশ

হাদির ডিএনএ নমুনা সংরক্ষণে আদালতের নির্দেশ

ভোটারদের উৎসাহিত করতে জাতিসংঘের উদ্যোগে নতুন ওয়েবসাইট চালু

তারেক রহমানের প্রত্যাবর্তনে নেতা-কর্মীদের ঢাকায় আনতে চলবে ১০টি বিশেষ ট্রেন

বেনজীরের ফ্ল্যাট থেকে জব্দ ২৪৬ ধরনের মালামাল প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে

বিএনপি মনোনীত প্রার্থী জালাল, সাবেক সংসদ সদস্য জাহিদ ফারুকসহ ১১ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা