হোম > জাতীয়

ইউরিয়ার ব্যবহার ২০ শতাংশ কমাতে চাই: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফসলের জমিতে সুষম সার প্রয়োগ খুবই গুরুত্বপূর্ণ। আমরা ইউরিয়া সারের বর্তমান ব্যবহার কমপক্ষে ২০ শতাংশ কমিয়ে যৌক্তিক পর্যায়ে রাখতে চাই। এতে ফসল উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়বে না, বরং আরও বাড়বে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ডা. আব্দুর রাজ্জাক। 

আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সচিবালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন কৃষিমন্ত্রী ডা. আব্দুর রাজ্জাক। 

মন্ত্রী বলেন, ইউরিয়ার ব্যবহার কমাতে হলে আমাদের কৃষক ভাইসহ সবার সচেতনতা প্রয়োজন। এ ক্ষেত্রে গণমাধ্যম বিরাট ভূমিকা পালন করতে পারে। 

কৃষিমন্ত্রী বলেন, বর্তমানে ৭ লাখ ২৭ হাজার টন ইউরিয়া সার মজুত আছে। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত চাহিদা রয়েছে ৬ লাখ ১৯ হাজার মেট্রিক টন। 

মন্ত্রী জানান, ইউরিয়া সারের দাম কেজিতে ছয় টাকা বাড়লেও কেউ যেন কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সে বিষয়ে তদারক করছে সরকার। কৃত্রিম সংকট যারা তৈরি করবে, তাদের কঠোর শাস্তির আওতায় আনা হবে।

কৃষিমন্ত্রী বলেন, দেশে নন ইউরিয়া সার টিএসপি, ডিএপি, এমএপি ব্যবহার হয় বছরে ৩২ লাখ টনের বেশি। এর পুরোটাই বিদেশ থেকে আমদানি করতে হয়। এসব সারের দাম আন্তর্জাতিক বাজারে চার গুণ বেড়েছে, কিন্তু দেশে আমরা দাম বাড়াইনি। কাজেই ইউরিয়া সারের কেজিতে ছয় টাকা দাম বাড়ার ফলে ফসলের উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়বে না। 

বিদেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৮২৪ কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ

নিকাব নিয়ে ‎বিএনপি নেতা মোশাররফের বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রী সংস্থার মানববন্ধন

দেশজুড়ে মবের প্রতিবাদে ‘গণমাধ্যম সম্মিলন’ ডাকল নোয়াব ও সম্পাদক পরিষদ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ৯২ বার

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

নিখোঁজ শিশু উদ্ধারে ‘মুন অ্যালার্ট’ ও হেল্পলাইন চালু

প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনা-টিউলিপের রায় ২ ফেব্রুয়ারি

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

সীমান্তে গুলিতে শিশু আহত: মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করল পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে শরিয়াহভিত্তিক ঋণ পাবেন প্রবাসীরা