হোম > জাতীয়

ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ মোকাবিলায় বাংলাদেশ বিমানবাহিনী প্রস্তুত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঘূর্ণিঝড় সিত্ৰাং মোকাবিলায় প্রস্তুত রয়েছে বাংলাদেশ বিমানবাহিনী। ঘূর্ণিঝড় পরবর্তী যে কোনো উদ্ধার তৎপরতা ও সহায়তা করতে বিমানবাহিনীর হেলিকপ্টার ও বিমান প্রস্তুত রয়েছে।

সোমবার রাতে আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানিয়েছে, ঘূর্ণিঝড় সিত্ৰাং বাংলাদেশ উপকূলবর্তী এলাকায় আঘাত হানতে শুরু করেছে। ঘূর্ণিঝড়টি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপকূলবর্তী এলাকায় আঘাত হেনে দেশের উত্তরাংশ অতিক্রম করবে বলে জানা যায়। বাংলাদেশ বিমানবাহিনী সব সময় দুর্যোগ মোকাবিলায় সদা তৎপর থাকে। একইভাবে ঘূর্ণিঝড়’ সিত্রাং’ পরবর্তী যে কোন দুর্যোগ মোকাবিলায় তথা ত্রাণ সরবরাহ, চিকিৎসা প্রদান, দুর্যোগ কবলিত মানুষকে সহায়তা প্রদান এবং যাবতীয় উদ্ধার কাজে সহায়তা প্রদান করার লক্ষ্যে বাংলাদেশ বিমানবাহিনীর পর্যাপ্ত পরিমাণ বিভিন্ন বিমান ও হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।

সার্বক্ষণিক দুর্যোগ মোকাবিলার এবং তৎসম্পর্কিত যেকোনো তথ্য সংগ্রহ ও সার্বক্ষণিক যোগাযোগ করার লক্ষ্যে বিমানবাহিনীর তত্ত্বাবধানে বিমানবাহিনী ঘাঁটি বাশার এ ১টি কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র চালু করা হয়েছে। দ্রুত ও নির্বিঘ্ন যোগাযোগের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রে দিন রাত ২৪ ঘণ্টা বিমানবাহিনীর সদস্যগণ কর্তব্য পালন করছেন। 

এ ছাড়া, কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র ছাড়াও বিমানবাহিনীর প্রতিটি ঘাঁটিতে নিজ নিজ এলাকার দুর্যোগ মোকাবিলার লক্ষ্যে আলাদা আলাদা নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে। বাংলাদেশ বিমানবাহিনী প্রধানের নির্দেশনায় বাংলাদেশ বিমানবাহিনীর সকল সদস্য ঘূর্ণিঝড় পরবর্তী যেকোনো দুর্যোগ পরিস্থিতি মোকাবিলা এবং জনসাধারণের সহায়তা করতে প্রস্তুত রয়েছে।

তেজগাঁও বিমানবন্দরে এয়ার শো দেখতে জনস্রোত

বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

দুদকের তদন্ত: ৭ দেশে জাবেদের আরও ৬১৫ সম্পদের সন্ধান

রক্তসাগর পাড়ি দিয়ে পুব আকাশে স্বাধীনতার সূর্য

ত্যাগ, বীরত্ব আর গৌরবের জ্বলন্ত সাক্ষী মুক্তিযুদ্ধ জাদুঘর

নতুন প্রত্যাশা জাতির মনে

প্রস্তাবিত পুলিশ কমিশন অধ্যাদেশ হবে অর্থহীন ও আত্মঘাতী: টিআইবি

ডেভিল হান্ট ২: দুই দিনে গ্রেপ্তার সহস্রাধিক, অস্ত্র উদ্ধার ৬

জাতীয়-ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানে নির্বাচনী বিধি মানার নির্দেশ ইসির

‘হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা’—সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল ইসি