হোম > জাতীয়

মানহানির মামলায় সাংবাদিকদের কারাদণ্ড নয়, সর্বোচ্চ ২৫ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে সাইবার অপরাধ নিয়ন্ত্রণ আইন, ২০২৩ প্রণয়ন করছে সরকার। এই আইনের বহু ধারা নতুন সাইবার নিরাপত্তা আইনে যুক্ত করা হবে। কিছু ধারায় বড় সংশোধনী আনা হবে। মানহানির মামলায় সাংবাদিকদের কারাদণ্ডের পরিবর্তে জরিমানার বিধান রাখা হয়েছে। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে আইনমন্ত্রী আনিসুল হক সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

আইনমন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে মানহানির অভিযোগে কারাদণ্ড দেওয়ার বিধান ছিল। নতুন আইনে সেখানে পরিবর্তন এনে কারাদণ্ডের স্থলে জরিমানার বিধান করা হবে।

ডিজিটাল নিরাপত্তা আইনের ২৯ ধারায় মানহানির বিচার করা হয়। এই ধারায় বলা হয়েছে, ‘যদি কোনো ব্যক্তি ওয়েবসাইট বা অন্য কোনো ইলেকট্রনিক বিন্যাসে দণ্ডবিধির ৪৯৯ ধারায় বর্ণিত মানহানিকর তথ্য প্রকাশ ও প্রচার করেন, তার জন্য তিনি অনধিক তিন বছর পর্যন্ত কারাদণ্ড বা অনধিক ৫ লাখ টাকা পর্যন্ত কারাদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। নতুন আইনে কারাদণ্ডের বিধান না রেখে জরিমানা বাড়িয়ে ২৫ লাখ টাকা করা হয়েছে।  

আইনমন্ত্রী বলেন, সাইবার অপরাধ আইন চালু হলে ডিজিটাল সিকিউরিটি বা নিরাপত্তা আইন বাতিল হয়ে যাবে। বর্তমানে ডিজিটাল নিরাপত্তা আইনে যেসব মামলা চলমান রয়েছে, সেগুলো চলতে থাকবে এবং পরবর্তী সময়ে সাইবার অপরাধ আইনে সেই মামলা চলবে।

খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াবের শোক

আবারও বাড়ল পোস্টাল ভোটের নিবন্ধনের সময়

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন

খালেদা জিয়ার মৃত্যুর পেছনে শেখ হাসিনার দায় আছে: আসিফ নজরুল

খালেদা জিয়ার মৃত্যুতে শিল্পকলার সব অনুষ্ঠান তিন দিনের জন্য বন্ধ ঘোষণা

খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোক

খালেদা জিয়ার জানাজা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, বেলা ২টায়

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার মৃত্যু সংবাদ

খালেদা জিয়ার জানাজা কাল, দাফন জিয়াউর রহমানের কবরের পাশে

খালেদা জিয়ার জেলজীবন