হোম > জাতীয়

ঈদের ৪ দিন আগে থেকে চলবে ক্যাটল ট্রেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কোরবানির পশু পরিবহনের লক্ষ্যে এবার ঈদে বিশেষ ‘ক্যাটল ট্রেন’ পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আসন্ন ঈদুল আজহার ৪ দিন আগে থেকে থেকে পশু পরিবহনের জন্য এই ক্যাটল ট্রেন চলাচল শুরু হবে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে।

রেলওয়ের বাণিজ্যিক বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘গত সপ্তাহে দেশের বিভিন্ন জায়গার পশু ব্যবসায়ীদের সঙ্গে আলোচলা হয়েছে ট্রেনে পশু পরিবহনের জন্য। তাদের চাহিদা অনুযায়ী প্রথমে দুটি ট্রেন পরিচালনা করা হবে। পশু পরিবহনের চাহিদা থাকলে আরও একটি ট্রেন চালানো হতে পারে।’ 

এদিকে ক্যাটল ট্রেন চলার রুট সম্পর্কে জানা গেছে, জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার, ইসলামপুর, জামালপুর, ময়মনসিংহ হয়ে ঢাকায় আসবে ক্যাটল ট্রেন। পশু নিয়ে জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার থেকে দুপুর ৩টা ১৫ মিনিতে ট্রেনটি ছেড়ে এসে পরের দিন সকাল ৬টায় ঢাকার কমলাপুরে পৌঁছাবে। একটি ট্রেনে মোট ৪০০ পশু পরিবহন করা যাবে। 

বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, প্রান্তিক খামারিদের উৎসাহ প্রদান ও কোরবানির পশু সহজে ভোক্তাদের নিকট পৌঁছে দেওয়ার জন্য খুব স্বল্প মূল্যে পশু পরিবহনের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। 

গত বছরও পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশু পরিবহনে এই বিশেষ ট্রেন চালু করা হয়েছিল।

নির্বাচনী দায়িত্ব: ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন