হোম > জাতীয়

মুরাদ ঢাকায় ফিরছেন কি না, জানেন না তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কানাডায় ঢুকতে না পেরে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান বাধ্য হয়ে দেশে ফিরছেন বলে খবর রটেছে। বিষয়টি আসলেই সত্য কি না, মুরাদ হাসানের সঙ্গে যোগাযোগ না থাকায় তা নিশ্চিত করতে পারেননি তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। 

তথ্যমন্ত্রী বলেন, ‘আমার সঙ্গে তাঁর (মুরাদ হাসানের) কোনো যোগাযোগ নাই, সুতরাং আমি বলতে পারব না।’ 

আজ রোববার সচিবালয়ে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে তথ্য অধিদপ্তরের বিশেষ প্রকাশনা ‘মা ও শিশু’ গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে এ কথা বলেন তথ্যমন্ত্রী। 

খালেদা জিয়ার নাতনি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য ও চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে ফোনালাপ ফাঁস হওয়ার পর প্রধানমন্ত্রীর নির্দেশে গত মঙ্গলবার তথ্য প্রতিমন্ত্রীর পদ ত্যাগ করেন ডা. মুরাদ হাসান। একই সঙ্গে জামালপুরের স্থানীয় আওয়ামী লীগের পদও হারান তিনি। এরপর গত বৃহস্পতিবার রাতে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে কানাডার উদ্দেশে রওনা দেন মুরাদ হাসান। কিন্তু তিনি কানাডায় ঢুকতে পারেননি। কানাডা থেকে মুরাদকে দুবাইগামী ফ্লাইটে তুলে দেওয়া হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। আজ রোববার বিকেলে মুরাদ ঢাকায় ফিরছেন বলে গুঞ্জন রয়েছে।

বুদ্ধিজীবী হত্যার দায়ে জামায়াতের দুই ছাত্রনেতা আশরাফ ও মুঈনুদ্দীনকে মৃত্যুদণ্ড দিয়েছিল ট্রাইব্যুনাল

হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হবে: প্রেস উইং

পদায়নের জন্য রাজনৈতিক পদলেহন করবেন না—বিদায়ী ভাষণে বিচারকদের প্রধান বিচারপতি

চোরাগোপ্তা হামলার শঙ্কা থাকলেও ভোট নিয়ে শঙ্কা দেখছে না ইসি

হাদির ছবি আঁকা হেলমেট পরে স্কাই ডাইভিং করবেন আশিক চৌধুরী

রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ

ভারতীয় হাইকমিশনারকে তলব করে হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারের অনুরোধ

ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

গুমের মামলায় হাসিনা ও সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২১ ডিসেম্বর

বিকেলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসবে ইসি