হোম > জাতীয়

কাল বাংলাদেশে আসছেন জাতিসংঘের ৭৫ তম সাধারণ অধিবেশনের সভাপতি

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: আগামীকাল বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের ৭৫ তম সাধারণ অধিবেশনের সভাপতি ভলকান বজকির। ২৫ মে তাঁর ঢাকা সফরের কথা সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল ঢাকার জাতিসংঘের তথ্য কেন্দ্র।

জাতিসংঘের তথ্য কেন্দ্র জানায়, আগামী ২৫ থেকে ২৭ মে বাংলাদেশ ও পাকিস্তান সফর করবেন জাতিসংঘের ৭৫ তম সাধারণ অধিবেশনের সভাপতি ভলকান বজকির।

বাংলাদেশ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে বিমানবন্দরে স্বাগত জানাবেন। বাংলাদেশ সফরকালে পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে আন্তর্জাতিক প্রেক্ষাপটের ওপর বক্তৃতা দেবেন। সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। এ ছাড়া বাংলাদেশে জাতিসংঘের আবাসিক কর্মকর্তাদের সঙ্গেও দেখা করবেন। বাংলাদেশ সফরের সময়ে ভলকান বজকির কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের দেখতে যাবেন। সেখানে ঢাকার জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর ও আবাসিক সমন্বয়কারীর কার্যক্রম সম্পর্কে তুরস্কের এ সাবেক কূটনৈতিককে জানানো হবে।

বাংলাদেশ সফরের পাশাপাশি ভলকান বজকির পাকিস্তান সফরেও যাবেন। পাকিস্তান পৌঁছালে দেশটির রাষ্ট্রপতি আরিফ আলভি ও প্রধানমন্ত্রী ইমরান খান বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাবেন। পাকিস্তান সফরকালে দেশটির পররাষ্ট্র মন্ত্রী মাখদুম শাহ মোহাম্মদ কুরেশির সঙ্গে জাতিসংঘের সাধারণ অধিবেশনের এজেন্ডা নিয়ে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। পাকিস্তানের ন্যাশনাল ডিফেন্স বিশ্ববিদ্যালয়ে বহুপাক্ষিকতা এবং বর্তমানে যে চ্যালেঞ্জগুলো মোকাবিলায় বহুপাক্ষিকতা ব্যবস্থা প্রয়োজন তা নিয়ে বক্তৃতা দেবেন বজকির। এ ছাড়া পাকিস্তানের জাতিসংঘের কর্মকর্তাদের সঙ্গেও দেখা করবেন তিনি।

বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির বৈঠক

বদলে যাচ্ছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম, স্বাস্থ্যতে একত্রীকরণ

আন্দোলনের সময় রামপুরায় ২৫ মার্চের মতো হত্যাযজ্ঞ চালানো হয়: চিফ প্রসিকিউটর

লুট হওয়া অস্ত্র নির্বাচনের আগে উদ্ধারের তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা: প্রেস সচিব

সাবেক গভর্নর ড. আতিউরসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চানখাঁরপুলে ৬ হত্যা মামলার রায় আজ হচ্ছে না, নতুন তারিখ ২৬ জানুয়ারি

মানবতাবিরোধী অপরাধ: চানখাঁরপুলে ৬ শিক্ষার্থী হত্যা মামলার রায় আজ

৫৯ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

সংসদ ও গণভোটকে সামনে রেখে ইসির নতুন কর্মপরিকল্পনা

নারায়ণগঞ্জে হত্যাকাণ্ডের মামলায় শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল